বিসিবি চাইলে দায়িত্ব নিতে রাজি লিটন
ছবি: ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি হাতে লিটন, বিসিবি
যদিও সাউথ আফ্রিকা সিরিজের মাঝ পথে হঠাৎই শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন শুরু হয়। সে সময় শান্তকে নেতৃত্ব চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়কত্ব করবেন শান্ত।
এর আগে দুজনকে পরখ করে নেয়ার সুযোগ পেয়েছে বিসিবি। শান্তর চোটের কারণে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজ ড্র করলেও মিরাজের অধীনে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।
তবে লিটন দাস সেই পরীক্ষাতে উৎরে গেছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে লিটন জানিয়েছেন বিসিবি চাইলে নেতৃত্ব দিতে রাজি তিনি।
লিটন বলেন, ‘বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পেছনে প্রত্যেক ক্রিকেটারের একাগ্রতার প্রশংসা করেছেন লিটন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ খুবই বিপজ্জনক দল। তবে বাংলাদেশ দলের বোলাররাও নিয়মিত পারফর্ম করছেন। তারা অধিনায়কের কাজ সহজ করে দিয়েছেন বলে জানালেন।
লিটন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।’