promotional_ad

বিসিবি চাইলে দায়িত্ব নিতে রাজি লিটন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ওয়েস্ট ইন্ডিজ সিরিজের ট্রফি হাতে লিটন, বিসিবি
নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হওয়ার আগেই আলোচনায় ছিলেন লিটন দাস। তবে সে সময় শান্তকেই অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শান্ত সেই প্রমাণও দিয়েছেন।

promotional_ad

যদিও সাউথ আফ্রিকা সিরিজের মাঝ পথে হঠাৎই শান্তর অধিনায়কত্ব ছাড়ার গুঞ্জন শুরু হয়। সে সময় শান্তকে নেতৃত্ব  চালিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়। ধারণা করা হচ্ছে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত অধিনায়কত্ব করবেন শান্ত।


আরো পড়ুন

লিটন-সাকিবকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

১২ জানুয়ারি ২৫
ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতা বাংলাদেশ দল, ফাইল ফটো

এর আগে দুজনকে পরখ করে নেয়ার সুযোগ পেয়েছে বিসিবি। শান্তর চোটের কারণে চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও ওয়ানডেতে  নেতৃত্ব দিয়েছেন  মেহেদী হাসান মিরাজ। টেস্ট সিরিজ ড্র করলেও মিরাজের অধীনে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে টাইগাররা।


তবে লিটন দাস সেই পরীক্ষাতে উৎরে গেছেন। তার নেতৃত্বে প্রথমবারের মতো ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। সিরিজ শেষে লিটন জানিয়েছেন বিসিবি চাইলে নেতৃত্ব দিতে রাজি তিনি।



promotional_ad

লিটন বলেন, ‘বিসিবি যদি আমাকে দায়িত্ব দেয় আমি করতে রাজি আছি। এখানে দ্বিমত থাকার কোনো কথা না। আমি এটা উপভোগ করছি। এতদিন খেলার অভিজ্ঞতা থেকে আমি অনেক সিদ্ধান্ত নিই, বোলাররাও স্কিল দেখাচ্ছে, মাঠে আমার কাজ সহজ হয়ে যায়।'


ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পেছনে প্রত্যেক ক্রিকেটারের একাগ্রতার প্রশংসা করেছেন লিটন। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ খুবই বিপজ্জনক দল। তবে বাংলাদেশ দলের বোলাররাও নিয়মিত পারফর্ম করছেন। তারা অধিনায়কের কাজ সহজ করে দিয়েছেন বলে জানালেন।


লিটন বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ হোম গ্রাউন্ডে খুব ভালো দল। আমাদের ওপর থেকে নিচ পর্যন্ত ব্যালেন্সড ব্যাটিং। বলব না খুব বিধ্বংসী ব্যাটিং অ্যাটাক। আমরাই যদি বোর্ডে প্রতিদিন কিছু রান দিতে পারি আমাদের বোলারদের স্কিল বাড়ছে, প্রতি ম্যাচেই নিজে থেকে দায়িত্ব নিচ্ছে, ফিল্ড নিজে থেকে সাজাচ্ছে, অনেক কিছু শিখছে। এটা ভালো ইঙ্গিত। আমার কাজ সহজ হয়ে যায়।’
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball