বিপিএলে নিলাম পদ্ধতি ফেরত চায় ফ্র্যাঞ্চাইজিরা

বিপিএল
বিপিএলের ড্রাফটের পুরোনো ছবি
বিপিএলের ড্রাফটের পুরোনো ছবি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বর-জানুয়ারিতে। এর আগে এখন চলছে ফ্র্যাঞ্চাইজি বাছাই প্রক্রিয়া। বিপিএলে দল পেতে আগ্রহ দেখিয়েছে ১১টি প্রতিষ্ঠান। বিপিএল নির্বিঘ্ন আয়োজনের জন্য পুরো টুর্নামেন্টের দায়িত্ব দেয়া হয়েছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান আইএমজিকে।

তারাই বিপিএল আয়োজনের সবকিছু দেখভাল করছে। ফ্র্যাঞ্চাইজির জন্য আবেদন করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৃহস্পতিবার আলোচনায় বসেছিল বিপিএলের গভর্নিং কাউন্সিল। সেখানে সম্ভাব্য ফ্র্যাঞ্চাইজিরা বিপিএলে নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। এমনটাই নিশ্চিত করেছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু।

তিনি গণমাধ্যমকে বলেছেন, 'আজকে এটা (বিপিএলে নিলাম) নিয়ে আলোচনা হয়েছে। আমরা এখন পরবর্তী বিপিএলের সভায় এটা নিয়ে আরও কথা বলব। আমাদের তো সময় আছে। ১৫ তারিখের পরে কিন্তু আমাদের প্লেয়ার্স ড্রাফট। এটা আজকে আমরা শুনেছি, লিখে নিয়েছি। এটা নিয়ে আমরা আলোচনা করে যেটা ভালো হয় লিগের জন্য সেটা করা হবে।'

বিপিএলে প্রথম ও দ্বিতীয় আসরে (২০১২ ও ২০১৩) খেলোয়াড় বাছাই হয়েছিল নিলামের মাধ্যমে। পরে ২০১৫ সাল থেকে চালু হয় ড্রাফট পদ্ধতি, যা এখন পর্যন্ত বহাল আছে। তবে ফ্র্যাঞ্চাইজিগুলোর দাবি, নিলাম ব্যবস্থা ফিরলে বড় তারকাদের দলে টানার প্রতিযোগিতা বাড়বে এবং লিগের আকর্ষণও বাড়বে।

বিপিএলের আগামী আসরের খেলোয়াড় ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৫ নভেম্বরের পর। তার আগে গভর্নিং কাউন্সিল আবারও বৈঠকে বসে নিলাম পদ্ধতি ফিরিয়ে আনার প্রস্তাব নিয়ে সিদ্ধান্ত নিতে পারে। এর আগেই নিশ্চিত হবে বিপিএলে কয়টি দল অংশ নেবে এবং কোন প্রতিষ্ঠান কোন ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব পাচ্ছে।