শুধু ওয়ানডে না, আমি টি-টোয়েন্টিতেও নিয়মিত নই: মেহেদী
ছবি: শেখ মেহেদী, ক্রিকফ্রেঞ্জি
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অনবদ্য অবদান রাখেন মেহেদী। টাইগার এই স্পিনার মাত্র ১৩ রান খরচায় চারটি উইকেট নেন। জনসন চার্লস, নিকোলাস পুরান, রস্টন চেজ এবং আন্দ্রে ফ্লেচারের মতো মারকুটে ব্যাটারদের প্যাভিলিয়নে ফেরান তিনি।
এমন পারফরম্যান্সের পর গণমাধ্যমে ওয়ানডে দলে তার না খেলার বিষয়ে কথা বলেন মেহেদী। সেই প্রসঙ্গে টেনে আনেন টি-টোয়েন্টিতে তার নিয়মিত না খেলার কথাও। শেষ কয়েক বছর ওয়ানডেতে সাকিব আল হাসান থাকায় সেভাবে সুযোগ হয়নি মেহেদীর।
সাকিব ছাড়াও ওয়ানডেতে বাংলাদেশের নিয়মিত মুখ মেহেদী হাসান মিরাজ। এই দুই স্পিনার থাকায় সেভাবে সুযোগ হতো না মেহেদীর। বর্তমানে সাকিব না থাকায় লেগ স্পিনার রিশাদ হোসেন
কিছুটা নিয়মিত হলেও উপেক্ষিত থেকে গেছেন মেহেদী।
তিনি বলেন, 'আক্ষেপ বলতে, আপনি যদি দেখেন আমি কিন্তু টি-টোয়েন্টিতেও সেটেল না। আমি নিয়মিত টি-টোয়েন্টি দলে খেলি না। সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয়। আমার ক্ষেত্রে আসলে ধৈর্যই ধরতে হবে। দেখা যাক সামনে কি হয়। ধৈর্য ছাড়া তো উপায় নেই।'
একইদিনে বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিনের প্রশংসাও করেন মেহেদী। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সসহ ঘরোয়া ক্রিকেটের বিভিন্ন পর্যায়ে সালাহউদ্দিনকে কোচ হিসেবে পেয়েছেন মেহেদী। তার মতো কোচ আশপাশে থাকলে বাড়তি আত্মবিশ্বাস পান মেহেদী।
তিনি বলেন, 'আপনি যদি দেখেন আমি যখন ঘরোয়াতে বা টপ লেভেলে খেলা শুরু করেছি তখন কিন্তু উনার সাথেই শুরু করেছি। আসলে উনি আমাকে জানে, খুব ভালোভাবেই জানে। উনি মাঠে থাকলে আমি যথেষ্ট আত্মবিশ্বাস পাই। আমি যদি কোনো ভুল করি উনি তাৎক্ষণিক সেটা ধরতে পারে। বার্তাটাও দিয়ে দেয়। এরকম একজন লোক কাছে থাকলে নিজেই খুব বুস্ট আপ হই।'