promotional_ad

বাংলাদেশকে হারাতে হলে সেরা খেলাটাই খেলতে হবে: স্যামি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
সংগৃহীত
টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেছে বাংলাদেশ। অ্যান্টিগা টেস্টে জিতে সিরিজ ১-১ ব্যবধানে ড্র করেছে টাইগাররা। ওয়ানডে সিরিজের আগে তাই দলটিকে বেশ সমীহ করছে ক্যারিবিয়ানরা। সিরিজ শুরুর আগে এমনটাই জানিয়েছেন ক্যারিবিয়ানদের সাদা বলের ক্রিকেটের প্রধান কোচ ড্যারেন স্যামি।

promotional_ad

এমনকি বাংলাদেশকে হারাতে হলে নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে বলে মনে করেন স্যামি। সাবেক এই অলরাউন্ডারের কোচিং দর্শন, কোনও দলকেই ছোটো করে না নেয়া। মূলত ওয়ানডেতে বাংলাদেশের ক্রিকেটীয় সামর্থ্য বিবেচনা করা আরও বেশি সতর্ক এই কোচ।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও জাঙ্গু

২৪ ডিসেম্বর ২৪
বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি করে ক্যারিবিয়ানদের টেস্ট দলেও আমির জাঙ্গু, ফাইল ফটো

ক্রিকফ্রেঞ্জিকে স্যামি বলেন, 'আমরা ক্রিকেট টা খেলি জিতার জন্যই। আমরা কোন দলকেই হালকা ভাবে নেই না। বাংলাদেশ দলটা অভিজ্ঞতায় পরিপূর্ন। তারা অনেক ভালো ক্রিকেট খেলে। বাংলাদেশকে হারাতে হলে আমাদেরকেও নিজেদের সেরা খেলাটা দিতে হবে। ধন্যবাদ।'


'আমি যখন অন্য কোন দেশের খেলা দেখি, তখন তাদের বিপক্ষে কীভাবে জয় লাভ করা যায়, সে কথাই চিন্তা করি। বাংলাদেশ বেশ কিছু ভালো ক্রিকেটার পেয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে আমার কাজ হলো এখানেও ভালো প্লেয়ার খুজে বের করা এবং প্রতিপক্ষের বিপক্ষে তাদের তৈরি করা। আমরা সেটাই করছি।'



promotional_ad

ওয়ানডে সিরিজ খেলতে সেন্ট কিটসে বাংলাদেশ দল পা রাখার পরই হোটেলে তাদের সঙ্গে দেখা হয় স্যামির। বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে আলিঙ্গন করেন তিনি। এরপর তাদের গল্পে মাততেও দেখা যায়।


আরো পড়ুন

ক্যারিবিয়ানদের হারিয়ে সরাসরি বিশ্বকাপে খেলার সম্ভাবনা জিইয়ে রাখল বাংলাদেশ

১৮ মিনিট আগে
ক্যারিবিয়ানদের হারিয়ে বাংলাদেশের উল্লাস, ফাইল ফটো

রাজশাহীতে সেবার স্যামির নেতৃত্বে খেলেছিলেন মিরাজ। পুরোনো সতীর্থকে পেয়ে তাই আনন্দে গল্প জুড়ে দেন স্যামি। তার কাছ থেকে শিখে আন্তর্জাতিক ক্রিকেটেও ভালো কিছু করবেন মিরাজ, ক্রিকফ্রেঞ্জির কাছে এমন প্রত্যাশার কথা জানান স্যামি।


তিনি বলেন, 'পুরোনো সতীর্থের সঙ্গে দেখা হওয়া সব সময়ই ভালো ব্যাপার। আমি যখন রাজশাহীতে তার অধিনায়ক ছিলাম, সে তখন অনেক ছোট ছিলো। আমাদের সেখানে অনেক ভালো সময় কেটেছে। এখন মনেই হচ্ছেনা তার সঙ্গে আমার অনেকদিন পর দেখা।'



'সতীর্থের সঙ্গে এমন সাক্ষাত নিশ্চিতভাবেই অনেক আনন্দ দেয়। তার জন্য অনেক শুভকামনা থাকলো, তার উন্নতি দেখে ভালো লাগছে। সে এখন একজন লিডার। আশা করছি যখন তাকে নেতৃত্ব দিয়েছিলাম, তখন সে অনেক কিছুই শিখেছে আমার কাছ থেকে, যা সে খেলায় কাজে লাগাতে পারবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball