promotional_ad

৭ রানে অলআউট হয়ে টি–টোয়েন্টিতে সর্বনিম্ন রানের বিশ্ব রেকর্ড

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এবার একটি দল অলআউট হলো মাত্র ৭ রানে! অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে নাইজেরিয়া-আইভরিকোস্ট ম্যাচে। আগে ব্যাটিং করে নাইজেরিয়া করে ২০ ওভারে ২৭১ রান। জবাবে ৭ রানে অলআউট হয় আইভরিকোস্ট।


২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকান অঞ্চলের বাছাইয়ের একটি ম্যাচে এমন ঘটনা ঘটল। যা রীতিমতো বিশ্বরেকর্ড। দু'মাস আগে সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গোলিয়ার ১০ রানে অলআউট হয়, এতদিন সেটাই ছিল টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান।



promotional_ad

আগে ব্যাটিংয়ে নেমে চার উইকেটে ২৭১ রান তোলে নাইজেরিয়া। ওপেনার সেলিম সালাউ করেন ৫৩ বলে ১১২ রান। দুটি ছক্কা এবং ১৩টি চারে সেলিম মাঠ ছাড়েন ‘আহত অবসর’ হয়ে। আরেক ওপেনার সুলাইমন রানসিউয়ি খেলেন ২৯ বলে ৫০ রানের ইনিংস।


পাঁচে নামা মিডল অর্ডার ব্যাটার আইজাক ওকপে ছয়টি ছক্কা ও তিনটি চারে ২৩ বলে অপরাজিত ৬৫ রান করেন। এরপর দেখা যায় ভিন্নচিত্র। আইভরি কোস্টের ক্রিকেটাররা এ দিন যেন ব্যাটই ধরতে পারেনি।


দলটির ৪ রানে প্রথম ও দ্বিতীয় উইকেট, ৫ রানে তৃতীয় ও চতুর্থ উইকেট, ৬ রানে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম এবং ৭ রানে অষ্টম, নবম ও দশম উইকেটের পতন ঘটে। সর্বনিম্ন ৭ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে কম বলে অলআউটের লজ্জায় পড়েনি আইভরিকোস্ট।



দলটি খেলেছে ৭.৩ ওভার। ব্যাটাররা রান করতে না পারলেও প্রত্যেকে অন্তত দুই-তিন বল খেলে আউট হয়েছেন। তবে ২৭১ রানের পুঁজির পর আইভরি কোস্টকে সাত রানে অলআউট করে সবচেয়ে বেশি ব্যবধানে জিততে পারল না নাইজেরিয়া। গাম্বিয়ার বিপক্ষে জিম্বাবুয়ের ২৯০ রানের জয়টিই রানের ব্যবধানে সবচেয়ে বেশি ব্যবধানের জয় হয়ে থাকল।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball