promotional_ad

রোহিতের জায়গায় থাকলে দ্রুত অস্ট্রেলিয়া যেতেন সৌরভ, নিতেন শামিকেও

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

‘কোহলির কাউকে প্রমাণের কিছু নেই’

২২ ফেব্রুয়ারি ২৫
বিরাট কোহলি (বামে) ও সৌরভ গাঙ্গুলি (ডানে), ফাইল ছবি

রোহিত শর্মার জায়গায় থাকলে এখনই অস্ট্রেলিয়ার পথে রওনা দিতেন সৌরভ গাঙ্গুলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে খেলার জন্য মোহাম্মদ শামিকেও পাঠানোর ব্যবস্থা করতেন বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সাবেক এই সভাপতি।


ধারণা করা হচ্ছিল, রোহিতের দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে ২০ নভেম্বরের আশেপাশে। এ কারণে ২২ নভেম্বর পার্থে শুরু হওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্ট থেকে নিজেকে সরিয়ে নেন ভারতের অধিনায়ক।



promotional_ad

তবে ১৫ নভেম্বরই জন্ম হয় রোহিতের দ্বিতীয় সন্তানের। এখন আর পরিবারের সঙ্গে তার থাকার জরুরি প্রয়োজনীয়তা দেখছেন না সৌরভ। সাবেক এই অধিনায়কের মতে, যত দ্রুত সম্ভব অস্ট্রেলিয়ায় চলে যাওয়া উচিত রোহিতের।


আরো পড়ুন

কোহলির সেঞ্চুরিতে পাকিস্তানকে হারিয়ে সেমিতে এক পা ভারতের

৬ ঘন্টা আগে
আইসিসি

'আশা করব, রোহিত খুব দ্রুতই চলে যাবে (অস্ট্রেলিয়ায়)। কারণ, তার নেতৃত্ব দলের প্রয়োজন। গতকালই (শুক্রবার) তার স্ত্রী বাচ্চার জন্ম দিয়েছে, আমি তাই নিশ্চিত যে, সে (রোহিত) এখন যেতে পারে। যত দ্রুত সম্ভব তার চলে যাওয়া উচিত। তার জায়গায় আমি হলে এটিই করতাম। পার্থ টেস্টে তার খেলা উচিত।'


এদিকে গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এবারই প্রথম পেশাদার ক্রিকেট খেললেন শামি। বাংলার হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে ৩৬০ দিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন এই পেসার।



ইন্দোরে মধ্য প্রদেশের বিপক্ষে প্রথম ইনিংসে ১৯ ওভারে ৫৪ রানে শামি নেন চার উইকেট। দলের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দুটি করে চার ও ছক্কায় খেলেন ৩৬ বলে ৩৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। পরে বল হাতে দ্বিতীয় ইনিংসে নেন ১০২ রান খরচায় তিন উইকেট। বাংলার ১১ রানের জয়ের অন্যতম কারিগর তিনি।


শামির এমন প্রত্যাবর্তনে মুগ্ধ হয়ে সৌরভ বলেন, 'হ্যাঁ, আমি হলে তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম। তার সৈয়দ মুশতাক আলি ট্রফিতে (বিশ ওভারের প্রতিযোগিতা) খেলার দরকার নেই। পার্থ টেস্টে খেলতে না পারলেও তাকে অস্ট্রেলিয়ায় পাঠাতাম আমি। সে বোলিং চালিয়ে যাচ্ছে, তার ফ্লাইটে (বিমানে) থাকা উচিত, আজও বোলিং করেছে সে। অস্ট্রেলিয়ার পথে পরবর্তী ফ্লাইটে থাকা উচিত তার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball