promotional_ad

‘বেশি আশা করা ভালো না’, আইপিএল নিলাম নিয়ে রিশাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

লিটন-নাহিদদের বিকল্প খুঁজতে বসছে পিএসএলের রিপ্লেসমেন্ট ড্রাফট

২৪ মার্চ ২৫
লিটন দাস, নাহিদ রানা ও রিশাদ হোসেন

গ্লোবাল সুপার লিগের উদ্দেশে দেশ ছাড়ার আগে অনুশীলনে ব্যস্ত রংপুর রাইডার্স দল। অনুশীলন করেছেন দলটির লেগস্পিনার রিশাদ হোসেনও। লক্ষ্য নিজের সর্বোচ্চটা দিয়ে গ্লোবাল সুপার লীগে রংপুরকে প্রতিনিধিত্ব করা। তবে নজর থাকবে অন্য দিকেও। আসছে ২৪ ও ২৫ নম্ভেম্বর বসবে আইপিএলের মেগা নিলাম। যেখানে যায়গা পাওয়া ১২ বাংলাদেশির মধ্যে রিশাদও একজন।


সৌদি আরবে হতে যাওয়া নিলামের সময় রিশাদ অবস্থান করবেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। আইপিএলে দল পাবেন কি না, সেটা সময় বলে দেবে.. তবে এটা নিয়ে কিছুটা ভাবনা অবশ্যই আছে এই লেগির।



promotional_ad

অনুশীলন শেষে রিশাদ বলেন, 'ইচ্ছা তো সবার থাকে। তবে বেশি আশা করা ভালো না। আমি বেশি আশা করি না কখনো, কোনকিছু নিয়ে। তাহলে কষ্ট পাব না। আমি এরকম চিন্তা করি না কখনো কিছু নিয়ে। বিপিএলের ড্রাফট নিয়েও চিন্তা করি না। নরমাল থাকার চেষ্টা করি যে সবকিছু তো আল্লাহর হাতে। দেখা যাক কী হয়।'


আরো পড়ুন

আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ

৪ ঘন্টা আগে
অভিষেকেই ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো

কষ্ট পাবেন বলে আশা করেন না, তবে দল পেলে ঠিকই নেজের সারাটা দেয়ার আত্মবিশ্বাস আছে এই ক্রিকেটারের, 'আমি আত্মবিশ্বাসী আছি নিজেকে নিয়ে। ভালো দিন খারাপ দিন যে কারো যেতে পারে যেকোনো দিন। আমি এতকিছু নিয়ে আশা করছি না। তো সেই দিনটা দেখা যাবে যখন আমার ওই সিচুয়েশনটা আসবে।'


তবে সবকিছুর আগে রিশাদের বর্তমান লক্ষ্য গ্লোবাল সুপার লিগে ভালো পারফরম্যান্স করা। কারণ এই ক্রিকেটার বিশ্বাস করেন.. রংপুরের এই দল বাংলাদেশের ১৮ কোটি মানুষকে প্রতিনিধিত্ব করবে বিশ্বমঞ্চে। সেই সঙ্গে গ্লোবাল এই টুর্নামেন্টে ভালো করে রাস্তা খুলতে চান বিশ্বজুড়ে অন্যসব ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের।



নিজের পরিকল্পনার কথা জানাতে নিয়ে রিশাদ আরও বলেন, 'আগে থেকেই আমি লক্ষ্য নির্ধারণ করছি না। ম্যাচ বাই ম্যাচ চেষ্টা করে যাব। নরমাল যে পরিকল্পনা থাকে সেই পরিকল্পনাই রাখব আরকি। যেহেতু চারটা চার রকম দল। চেষ্টা করব নিজের ভালোটা দেয়ার।'


'বিশ্বকাপ শেষ হওয়ার পর কিছু বিষয় নিয়ে কাজ করছিলাম। ভেরিয়েশন এবং লাইন লেংথ নিয়ে। আশা করা যায় সামনের দিকের সিরিজগুলোতে ভালো করব।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball