promotional_ad

সাউথ আফ্রিকা সফরে শ্রীলঙ্কার পরামর্শক ম্যাকেঞ্জি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

প্রথম আইসিসি ইভেন্ট, এ কারণেই চাপে ছিলেন রিকেলটন

২২ ফেব্রুয়ারি ২৫
প্রথম ওয়ানডে সেঞ্চুরির উল্লাসে মাতলেন রায়ান রিকেলটন, ফাইল ফটো

নিউজিল্যান্ডের বিপক্ষে ভারত তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হওয়ায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সম্ভাবনা বেড়েছে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার। এই দুই দলই এবার মুখোমুখি হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজে। এই সিরিজের আগে কোচিং প্যানেলে নিল ম্যাকেঞ্জিকে যুক্ত করল শ্রীলঙ্কা।


আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই সিরিজে লঙ্কানদের পরামর্শক হিসেবে কাজ করবেন ম্যাকেঞ্জি। এক বিবৃতিতে এমনটা নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। ২১ নভেম্বরের আগেই লঙ্কান ক্যাম্পে যুক্ত হবেন ম্যাকেঞ্জি।



promotional_ad

টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে ৫৫.৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে শ্রীলঙ্কা। ৫৪.১৭ শতাংশ পয়েন্ট পাওয়া প্রোটিয়াদের অবস্থান পঞ্চমে। ফাইনালের টিকেট পেতে এই সিরিজটি দুই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ।


এ কারণেই সাউথ আফ্রিকার কন্ডিশন বুঝে নিতে সেই দেশের সাবেক ব্যাটার ম্যাকেঞ্জিকে কোচিং প্যানেলে অন্তর্ভুক্ত করল লঙ্কানরা। লঙ্কান বোর্ডের পক্ষ থেকে অ্যাশলে ডি সিলভার জানান, সাউথ আফ্রিকার কন্ডিশন বুঝতেই মূলত ম্যাকেঞ্জির দ্বারস্থ হয়েছে তারা।


২০০০ থেকে ২০০৯ পর্যন্ত সময়ে সাউথ আফ্রিকার হয়ে ৫৮ টেস্ট খেলে তিন হাজারের বেশি রান করেছেন ম্যাকেঞ্জি। তার কোচিং ক্যারিয়ারও বেশ সমৃদ্ধ। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাউথ আফ্রিকার কোচ ছিলেন ম্যাকেঞ্জি।



এ ছাড়া বাংলাদেশের ব্যাটিং কোচ হিসেবেও লম্বা সময় কাজ করেছেন তিনি। ডারবানে আগামী ২৭ নভেম্বর শুরু হতে যাচ্ছে শ্রীলঙ্কা এবং সাউথ আফ্রিকার প্রথম টেস্ট। গেবেখায় ৫ ডিসেম্বর শুরু হবে দুই দলের দ্বিতীয় ম্যাচটি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball