promotional_ad

ভারত-বাংলাদেশ কানপুর টেস্টের আউটফিল্ডকে আইসিসির ‘অসন্তোষজনক’ রেটিং

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ভারত ও বাংলাদেশের মধ্যকার কানপুর টেস্টের আড়াই দিন ভেসে গেছে বেরসিক বৃষ্টিতে। অর্ধেকটা সময় খেলা হলেও গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড ঘিরে ছিল সমালোচনা। এক মাস আগে শেষ হওয়া সেই টেস্টের আউটফিল্ডকে ‘অন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে কানপুরের স্টেডিয়ামের নামের পাশে।


বৃষ্টির কারণে কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। একই কারণে দ্বিতীয় দিন একটা বলও মাঠে গড়ায়নি। তৃতীয় দিন বৃষ্টি না হলেও মাঠের খেলা দেখার সুযোগ হয়নি কারও। বৃষ্টি না থাকারও খেলা না হওয়ায় নানারকম সমালোচনার মুখে পড়তে হয় বিসিসিআইকে। তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হওয়ার সময় ম্যাচ অফিসিয়ালসদের পক্ষ থেকে ক্রিকেটারদের জানানো হয় ভেজা আউটফিল্ডের কথা।



promotional_ad

সাংবাদিকদের অবশ্য কারণ হিসেবে আলোকস্বপ্পতার কথা জানিয়েছিলেন। ভিন্ন তথ্য দেয়ায় খানিকটা বিপাকে পড়েছিলেন সিরিজ কাভার করতে থাকা সাংবাদিকরা। তবে গ্রিন পার্ক স্টেডিয়ামের আউটফিল্ড যে প্রত্যাশিত আচরণ করেনি সেটা অনুমেয়। মাসখানেক পর এসে আইসিসিও দিয়েছেন তাই তেমনই তথ্য।


আড়াই দিনেই ভারতের জিতে যাওয়া ম্যাচের ভেন্যুর আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সব আন্তর্জাতিক ম্যাচের উইকেট ও আউটফিল্ড নিয়ে পর্যালোচনা করে রেটিং দেয় আইসিসি। যেখানে খুব ভালো, খুব ভালো, সন্তোষজনক, অসন্তোষজনক এবং অনুপযোগী।


সেটারই অংশ হিসেবে কানপুর টেস্টে আউটফিল্ডকে ‘অসন্তোষজনক’ রেটিং দেয়া হয়েছে। সেই সঙ্গে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে গ্রিন পার্কের সঙ্গে। পাঁচ বছর সময়ের মধ্যে কোনো ভেন্যু পাঁচ বা এর বেশি ডিমেরিট পয়েন্ট পেলে এক বছরের জন্য সেই ভেন্যুকে আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের জন্য নিষিদ্ধ করা হয়।



এদিকে বাংলাদেশের সেই সিরিজের পর ভারত-নিউজিল্যান্ড ও পাকিস্তান-ইংল্যান্ডের মধ্যকার টেস্ট সিরিজ হয়েছে। ঘরের মাঠে ইংলিশদের স্পিন উইকেট বানিয়ে হারালেও ‘সন্তোষজনক’ রেটিং দিয়েছে আইসিসি। বেঙ্গালুরুতে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের উইকেট ও আউটফিল্ডকে খুব ভালো রেটিং দেয়া হয়েছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball