আইপিএলের ‘বাস্তবতা’ মেনে নিচ্ছেন স্টার্ক

সংবাদ · বাংলাদেশ ক্রিকেট
আইপিএলের ‘বাস্তবতা’ মেনে নিচ্ছেন স্টার্ক
Author photo
Cricfrenzy Desk
· ১ মিনিট পড়া

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মেগা নিলামের আগে মোট ছয় ক্রিকেটারকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। মিচেল স্টার্ককে রিটেইন করেনি তিনবারের শিরোপাজয়ী এই দলটি। তালিকায় নিজের নাম না দেখে কিছুটা হতাশ অস্ট্রেলিয়ার এই পেসার।

আইপিএলে নিজেদের হাতে গড়া ক্রিকেটারদের রিটেইন করতে দেখা গেছে কলকাতাকে। ১৩ কোটি রুপিতে তারা রিটেইন করেছে রিঙ্কু সিংকে। এ ছাড়া দলের অন্যতম দুই স্তম্ভ আন্দ্রে রাসেল ও সুনীল নারিনেও রিটেইন করেছে তারা।

এই দুজনের মতো বরুণ চক্রবর্তীকেও ১২ কোটি রুপিতে রিটেইন করেছে দলটি। এরপর হার্ষিত রানা ও রমনদীপ সিংকে চার কোটি রুপিতে দলে রেখে দিয়েছে তারা। কলকাতার হাতে গড়া ক্রিকেটার হয়েও রিটেইন তালিকায় অবশ্য ছিলেন না ভেঙ্কটেশ আইয়ার।

এদিকে প্রায় ২৫ কোটি রুপিতে কেনা স্টার্কের সঙ্গে এবার যোগাযোগই করেনি কলকাতা। গত আইপিএলে ভালো ছিল না স্টার্কের পারফরম্যান্স। ১৪ ম্যাচে ১০.৬১ ইকোনমি রেটে ১৭টি উইকেট নেন তিনি। তবে প্লে অফে তার অনবদ্য পারফরম্যান্স শিরোপা জেতায় দলকে। কলকাতা যোগাযোগ না করলেও বাস্তবতা মেনে নিচ্ছেন এই পেসার।

‘দ্য টেলিগ্রাফ’কে দেয়া সাক্ষাৎকারে এ নিয়ে স্টার্ক বলেন, ‘আমি এখনও তাদের কাছ থেকে কোনো বার্তা পাইনি। এটাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট! এবার হাদরাবাদের ছেলেদের (ট্র্যাভিস হেড এবং প্যাট কামিন্স) নাম বাদে সবার নাম অকশনে (নিলাম) উঠবে।’

স্টার্কের মতো গত মৌসুমের আইপিএলজয়ী অধিনায়ক শ্রেয়াস আইয়ারকেও ছেড়ে দিয়েছে কলকাতা। কলকাতা অবশ্য শ্রেয়াসকে ঠিকই দলে রাখতে চেয়েছিল। কিন্তু আর্থিক ব্যাপার বনিবনা না হওয়ায় শেষ মুহূর্তে নিলামে নাম ওঠান শেয়াস।

আরো পড়ুন: this topic