promotional_ad

বাংলাদেশের বোলারদের কীভাবে চাপে ফেলতে হবে জানে ছেলেরা: মার্করাম

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে হারিয়ে এগিয়ে গেছে সাউথ আফ্রিকা। মিরপুর টেস্টে বাংলাদেশকে পাত্তাই দেয়নি প্রোটিয়ারা। প্রথম ইনিংসেই ১০৬ রানে অল আউট করে দিয়ে এগিয়ে গিয়েছিল তারা। এরপর দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ কিছুটা লড়াই করলেও ৭ উইকেটের বড় হার এড়াতে পারেনি বাংলাদেশ।


দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশের বোলারদের রীতিমতো হুমকি দিয়ে রেখেছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তিনি মনে করেন প্রোটিয়া ব্যাটাররা বেশ ভালো করেই জানেন বাংলাদেশের বোলারদের কীভাবে চাপে ফেলতে হবে। তবে চট্টগ্রামের উইকেট কেমন হবে সেটা দেখেই পরিকল্পনা সাজাতে চান তিনি।



promotional_ad

এ প্রসঙ্গে মার্করাম বলেন, 'প্রত্যেক খেলোয়াড়েরই নিজ নিজ পরিকল্পনা থাকে, আমার বিশ্বাস ছেলেরা এটা জানে। বাংলাদেশের বোলারদের চাপে কিভাবে ফেলতে হবে সেটা নিয়ে ছেলেরা কাজ করছে। সে জন্য তাদেরকে নিজেদের শক্তির জায়গা থেকে খেলতে হবে। উইকেট কেমন আচরণ করে বা করছে সেটার ওপরে অনেকখানি নির্ভর করবে যে আমরা কিভাবে খেলব। আমাদের উপরের সারির যে ৬জন ব্যাটার আছে তারা সবাই রান করার জন্য ক্ষুধার্ত।'


বাংলাদেশকে প্রথম টেস্টে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের লড়াইয়ে বেশ ভালোভাবেই টিকে আছেন প্রোটিয়ারা। সেই সঙ্গে ভারত নিউজিল্যান্ডের বিপক্ষে টানা দুই টেস্টে হেরে কিছুটা শঙ্কার মুখে পড়ে গেছে। ফাইনালে যাওয়ার সুযোগকে তিনি চাপ হিসেবে মানতে চান না।


ফাইনালের আগে এখনও প্রোটিয়াদের বাকি ৫টি টেস্ট। বাকি ম্যাচগুলোতে ভালো খেলাই লক্ষ্য মার্করামের। আপাতত ফাইনাল নিয়ে ভাবতে চান না সাউথ আফ্রিকার এই ভারপ্রাপ্ত অধিনায়ক। ৫ টেস্টে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে সব ম্যাচেই সেশন বাই সেশন এগোতে চান তিনি।



নিজেদের লক্ষ্য নিয়ে মার্করাম বলেন, 'আমার মনে হয় না এটা চাপের কিছু, উল্টো আমার মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে আমাদের হাতে আরও ৫টি ম্যাচ আছে, সেগুলোতে আমরা আমাদের সেরাটা দিয়ে খেলতে চাই। ফাইনাল খেলি বা না খেলি এটা পরের হিসেব। তবে আমাদেরকে লড়তে হবে, বাকিটা ভাগ্যের ওপর। ৫টা টেস্ট কিন্তু কম নয়, অনেক চ্যালেঞ্জের খেলা, আমাদের সেশন বাই সেশন ভাবতে হবে। আমরা এই সুযোগটা লুফে নিতে আগ্রহী, নিজেদের এই সুযোগটা আমরা দিতে চাই।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball