promotional_ad

ইচ্ছে থাকলেও আপাতত আইপিএল নিয়ে ভাবছেন না রিশাদ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিজের অভিষেক বছরে ভারতের বিপক্ষে স্লোয়ার, কাটারে রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনিদের বোকা বানিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান। ভারত সিরিজে এমন পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রেখেছিলেন পরের সিরিজগুলোতেও। বোলিংয়ে আলো ছড়িয়ে ২০১৬ সালে প্রথমবারের মতো মুস্তাফিজ ডাক পেয়েছিলেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)।


সানরাইজার্স হায়দরাবাদের হয়ে সেবার ১৭ উইকেট নিয়ে জিতেছিলেন আইপিএলের সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও। মুস্তাফিজের মতো ভারতের বিপক্ষে ভালো খেলে আইপিএলে দল পাওয়ার তালিকায় আছেন সিসান্দা মাগালা, ডেভন কনওয়ে, ড্যারিল মিচেল, দিলশান মাদুশঙ্কারা। কদিন পর ভারতের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।


অক্টোবরে হতে যাওয়া সিরিজকে ধরে নেয়া হচ্ছে তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেনদের আইপিএলের অডিশন হিসেবে। ভারতের সাবেক ক্রিকেটাররা বেশিরভাগ সময়ই দাবি করে থাকেন, ভারতের বিপক্ষে ভালো খেললে আইপিএলে দল পাওয়া সেই ক্রিকেটারের জন্য সহজ হয়ে যায়। সবশেষ কয়েক মাসে তিনটি লিগে দল পাওয়া রিশাদের জন্য তাই আইপিএলের টিকিট কাটা।



promotional_ad

টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো ভারত সিরিজেও পারফর্ম করতে পারলে আগামী মৌসুমে আইপিএলে দল পেতে পারেন রিশাদ। যদিও এখনই বিশ্বের জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে ভাবছেন না বাংলাদেশের লেগ স্পিনার। আপাতত ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দেশের হয়ে খেলাতে মনোযোগ রাখতে চাচ্ছেন তিনি।


মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রিশাদ বলেন, ‘আপাতত ওতো কিছু চিন্তা করছি না আইপিএল। আপাতত দেশের হয়ে যেটা খেলছি ওইটা ফোকাস করার জন্য। হ্যাঁ, চেষ্টা করব ভালো খেলার সুযোগ দেয়ার মালিক তো আল্লাহ। দেখা যাক পরে।’


আইপিএলে খেলতেই হবে এমন স্বপ্ন না থাকলেও খেলতে পারলে খুব ভালো লাগবে বলে জানান রিশাদ। তিনি বলেন, ‘স্বপ্ন বলতে ওইরকম স্বপ্ন না। এমনিতে সবার তো ইচ্ছে থাকে আইপিএল খেললে ভালো লাগত বা দেশের জন্য ভালো। আমারও ওইরকম ইচ্ছে আছে কিন্তু খেলতেই হবে তা না আরকি। আশা আছে যে খেলব ইনশাআল্লাহ।’


বিশ্বকাপে বল হাতে নিয়মিত পারফর্ম করার পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ, জিম-আফ্রো টি-টেন লিগ এবং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দল পেয়েছেন রিশাদ। সবকিছু ঠিক থাকলে ১৫ ডিসেম্বর হতে যাওয়া টুর্নামেন্টে হোবার্ট হারিকেন্সের হয়ে কয়েকটি ম্যাচ খেলার জন্য যেতে পারেন ডানহাতি এই লেগ স্পিনার।



এ প্রসঙ্গে রিশাদ বলেন, ‘এখন পর্যন্ত জানি না, আশা করি সামনে খেলতে পারব ইনশাআল্লাহ। বিপিএল আছে আবার.. ‍দুইটা একসাথে তো। আশা করা যায় কয়েকটা ম্যাচ খেলতে হতে পারে, খেলতে পারি ইনশাআল্লাহ। কয়েকটা বিগ ব্যাশের ম্যাচ খেলার সুযোগ হতে পারে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball