কানপুর টেস্টে অপরিবর্তিত থাকছে ভারতের স্কোয়াড

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত। এই টেস্ট ম্যাচটি জয়ের পর কানপুর টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চেন্নাই টেস্টের স্কোয়াড থেকে কোনও পরিবর্তন আনেনি ভারত।
এই ম্যাচের প্রথম ইনিংসে ৩৭৬ রান তোলে ভারত। প্রথম ইনিংসে ইয়াশভি জায়সাওয়াল ৫৬ রান করলেও ব্যর্থ হয় ভারতের টপ অর্ডারের অন্য ব্যাটাররা। রোহিত শর্মা, বিরাট কোহলিরা ছয় রানের বেশি করতে পারেননি।

শুভমান গিল করেন শূন্য রান। এই ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন ১১৩ রানের অনবদ্য এক ইনিংস খেলেন। ১৯৯ রানের এই জুটিতে তাকে সঙ্গ দেন রবীন্দ্র জাদেজা। জাদেজার ব্যাটে আসে ৮৬ রানের ইনিংস।
এরপর বল হাতে বাংলাদেশকে ১৪৯ রানে অলআউট করে ভারত। জসপ্রীত বুমরাহ নেন চার উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ এবং জাদেজা। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২৮৭ রান করে ইনিংস ঘোষণা করে ভারত।
এই ইনিংসেও ব্যর্থ হন রোহিত-কোহলি। তবে সেঞ্চুরির দেখা পান গিল (১১৯) এবং ঋষভ পান্ত (১০৯)। তারপর চতুর্থ দিনের মধ্যে বাংলাদেশকে ২৩৪ রানে অলআউট করে ভারত। অশ্বিন ৮৮ রান খরচায় নেন ছয় উইকেট। ৫৮ রান খরচায় তিন উইকেট নেন জাদেজা।
এই ম্যাচে ভারত তাদের একাদশের কম-বেশি সব ক্রিকেটারের কাছ থেকেই প্রত্যাশিত পারফরম্যান্স পেয়েছে। যার কারণে কানপুর টেস্টে আর কোনও পরিবর্তন আনেনি রোহিতের দল।
কানপুর টেস্টের জন্য ঘোষিত ভারত স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), ইয়াশভি জায়সাওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, সরফরাজ খান, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, জসপ্রীত বুমরাহ এবং ইয়াশ দয়াল।