শনিবার বোনাসের ৩ কোটি টাকা বুঝে পাচ্ছেন শান্ত-লিটনরা

Cricket
শনিবার বোনাসের ৩ কোটি টাকা বুঝে পাচ্ছেন শান্ত-লিটনরা
Author photo
Cricfrenzy Desk

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানকে সর্বশেষ টেস্ট সিরিজে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এবারই প্রথমবারের মতো দেশটির বিপক্ষে সিরিজ জয়ের কৃতিত্ব গড়েছে টাইগাররা। এমন অর্জনের পর বাংলাদেশ দলকে মোটা অঙ্কের পুরষ্কার দিচ্ছে ক্রীড়া মন্ত্রণালয়।

সেই বোনাসের অর্থের পরিমাণ দাঁড়াতে পারে ৩ কোটি ২০ লাখ টাকা। ১৪ সেপ্টেম্বর শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সে অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এর আগেও বাংলাদেশ ক্রিকেট দলের বিভিন্ন সময় বড় বড় অর্জনে মোটা অঙ্কের বোনাস দেয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবারও এর ব্যতিক্রম হয়নি। যদিও বাংলাদেশের এখন অন্তর্বর্তীকালিন সরকার দায়িত্বে রয়েছে। এদিকে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের সঙ্গেও দেখা করেছেন ক্রিকেটাররা।

পাকিস্তানকে সর্বশেষ সিরিজে প্রথম টেস্টে ১০ উইকেট ও দ্বিতীয় টেস্ট ৬ উইকেটে জিতে নিয়েছিল বাংলাদেশ। শনিবার ঝমকালো আয়োজনের মধ্যে দিয়েই ক্রিকেটারদের হাতে বোনাসের টাকা তুলে দেয়া হচ্ছে এবার। সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে বিসিবির শীর্ষ কর্মকর্তাদেরও।

বাংলাদেশ অবশ্য বিশ্রামের ফুসরৎ পাচ্ছে না। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াচ্ছে ভারতের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এই সিরিজে অংশ নিতে রবিবার দুপুরে ঢাকা ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তর দলের। ২ টেস্টের পর ভারতের বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ।

আরো পড়ুন: this topic