promotional_ad

‘বাংলাদেশের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করবেন কোহলি’

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে লম্বা সময় পর এই ফরম্যাটের ক্রিকেটে ফিরছেন বিরাট কোহলি। আর আসন্ন এই সিরিজেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাবেন ভারতের এই বিশ্বসেরা ব্যাটার। বাংলাদেশের বিপক্ষে কোহলি ডাবল সেঞ্চুরি করবেন বলেই বিশ্বাস পাকিস্তানের সাবেক ক্রিকেটার বাসিত আলীর।


এ বছরের জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন কোহলি। সাউথ আফ্রিকা সফরের পর পিতৃত্বকালীন ছুটির কারণে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দেখা যায়নি তাকে। প্রায় আট মাস বিরতির পর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ দিয়ে টেস্ট দলে ফিরবেন কোহলি।



promotional_ad

এদিকে সাম্প্রতিক সময়ে অবশ্য ফর্মেও নেই তিনি। গত জুনে শেষ হওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে ৮ ম্যাচে ১৮.৮৭ গড় এবং ১১২.৬৮ স্ট্রাইক রেটে ১৫১ রান করেছেন তিনি। ফাইনালে অবশ্য দলকে শিরোপা জেতান ৭৬ রানের ইনিংস খেলে। তারপর গত আগস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে তিন ম্যাচ মিলিয়ে করেন মোটে ৫৮ রান।


তবুও বাসিতের বিশ্বাস আসন্ন এই সিরিজে কোহলির ব্যাটে রানের ফোয়ারা ছুটবে, ‘ইংল্যান্ড সিরিজে বিরাট ছিল না। শ্রীলঙ্কা সিরিজে সে ভালো পারফর্ম করেনি। কিন্তু বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজে আপনারা বড় সেঞ্চুরি দেখবেন। ১১০ কিংবা ১১৫ নয়, ২০০ রানের ইনিংসও দেখতে পারেন তার কাছ থেকে।’


বাংলাদেশের বিপক্ষে খেলা ছয়টি টেস্টের সর্বশেষ ম্যাচে অবশ্য ডাবল সেঞ্চুরি করেন কোহলি। ৯ ইনিংসে ৫৪.৬২ গড়ে ৪৩৭ রান করেন তিনি। ২০১৭ সালে হায়দরাবাদ টেস্টে ২০৪ রান করেন তিনি। বাংলাদেশের বিপক্ষে কোহলির এটাই সর্বোচ্চ রান।



১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ে শুরু হবে ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম টেস্ট। কানপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball