‘সাকিব ভাই না থাকলে আমার ওপর দায়িত্ব আরও বেশি থাকবে’

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকদিন পরই ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজ নিয়ে অনেক বেশি আশা- প্রত্যাশা বাংলাদেশের। পাকিস্তানের মাটিতে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই পূর্বের যেকোনো সময়ের চাইতে ভারত সফর নিয়ে আশাবাদী বাংলাদেশ।
পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্ট জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৪৪৮ রান করা পাকিস্তানকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৪৬ রানে অলআউট করে বাংলাদেশ।

এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন সাকিব। ৪৪ রান খরচায় তিন উইকেট নিয়ে পাকিস্তানের ব্যাটিং লাইনআপে ভাঙন ধরান তিনি। তার সঙ্গে জ্বলে উঠেন মেহেদী হাসান মিরাজও। ২১ রান খরচায় চার উইকেট নেন এই অলরাউন্ডার। পরে দশ উইকেটে সেই ম্যাচটি জিতে বাংলাদেশ। ভারত সিরিজের আগে নিজেদের স্পিন জুটির কথা আবারও মনে করিয়ে দিলেন মিরাজ।
তিনি বলেন, 'সাকিব ভাই যখন থাকবে না তখন আমার উপরে দায়িত্ব আরও বেশি থাকবে। এখন যেহেতু সাকিব ভাই খেলছে, ওনার উপর দায়িত্ব থাকে, আমার উপরেও দায়িত্ব থাকে। উনিও ব্যাটিং করে, বোলিং করে। আমিও ব্যাটিং করি, বোলিং করি। দুইটা অলরাউন্ডারদের খেলালে দল সুবিধা পায়।'
পাকিস্তানের মাটিতে তাদের ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেই মূলত অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের ক্রিকেটাররা ব্যাট বা বল হাতে ফর্মে থাকায় স্বপ্নও দেখতে শুরু করেছে নাজমুল হোসেন শান্তর দল।
মিরাজ আরও বলেন, 'প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি গ্যাপ নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।'