promotional_ad

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে দেশে ফিরল বাংলাদেশ

বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


রাওয়ালপিন্ডিতে দুই টেস্টের পুরোটা জুড়ে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স করে দেখিয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজদের অবিশ্বাস্য পারফরম্যান্সে পাকিস্তানকে তাদেরই মাটিতে সিরিজ হারিয়েছে বাংলাদেশ। প্রথমবারের মতো বাবর আজমদের টেস্টে হোয়াইটওয়াশ করে দেশে ফিরেছেন নাজমুল হোসেন শান্তরা।


পাকিস্তানের বিপক্ষে এমন জয়ের পর অবশ্য একসাথে দেশে ফিরতে পারেননি ক্রিকেটাররা। দুই ভাগে বিভক্ত হয়ে ৪ সেপ্টেম্বর রাতে দেশের মাটিতে পা রাখছেন তারা। যেখানে প্রথম ভাগের অংশ হিসেবে ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছেন বেশ কয়েকজন। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১ টায় ঢাকার বিমানবন্দরে নেমেছেন ক্রিকেটার ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।



promotional_ad

করাচি থেকে দুবাই হয়ে ৪ সেপ্টেম্বর রাত সাড়ে ১১ টায় বাংলাদেশে এসেছেন শান্ত, পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, সিরিজসেরা হওয়া মিরাজ, দ্বিতীয় টেস্টে ম্যান অব ম্যাচ হওয়া লিটন দাস, প্রথম টেস্টে ৯৩ রানের ইনিংস খেলা ওপেনার সাদমান ইসলাম এবং ‍স্পিনার তাইজুল ইসলাম।


ক্রিকেটার ছাড়াও প্রথম বহরে ছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম, প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু, ফিজিও বায়োজিদুল ইসলাম ও টিম ম্যানেজমেন্টের এক সদস্য। বিমান বন্দরে নামার পরই তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিসিবির পরিচালক আকরাম খান, নাজমুল আবেদিন ফাহিম ও ইফতেখার আহমেদ মিঠু।


দ্বিতীয় বহরে রাত ২ টা ১৫ মিনিটে দোহা হয়ে বাংলাদেশে ফিরছেন মুশফিক, মাহমুদুল হাসান, জাকির হাসান, মুমিনুল হক, তাসকিন আহমেদ, নাঈম হাসানরা। তাদের সঙ্গে থাকবেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস, ব্যাটিং কোচ ডেভিড হেম্প, সহকারী কোচ নিক পোথাস ও টিম ম্যানেজমেন্টের সদস্যরা।



যদিও স্কোয়াডে থাকা সাকিব আল হাসান ফিরছেন না বাংলাদেশ। করাচি থেকে দলের সঙ্গে ‍দুবাইয়ে এলেও সেখান থেকে ইংল্যান্ডের বিমান ধরেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ভারত সিরিজের আগে ইংলিশ কাউন্টিতে সমারসেটের বিপক্ষে সারের হয়ে একটি ম্যাচ খেলবেন তিনি। সেই ম্যাচ শেষে ইংল্যান্ড থেকেই ভারত সফরে যাবেন সাকিব।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball