ভারত সফরে লিটন-মুশফিকরা আরও ভালো করবেন, আশা শান্তর

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
পাকিস্তানকে প্রথমবারের মতো হোয়াইটওয়াশ করার পেছনে অবদান আছে অনেকেরই। তবে সেখানে বিশেষভাবে অবদান রেখেছেন মুশফিকুর রহিম, লিটন এবং মেহেদী হাসান মিরাজরা। পাকিস্তানের বিপক্ষে ২-০ ব্যবধানে জয়ের পর নাজমুল হোসেন শান্ত নজর এখন ভারত সিরিজে। বাংলাদেশ অধিনায়কের আশা, ভারতে গিয়ে লিটন-মুশফিকরা পাকিস্তান সফরের চেয়েও ভালো খেলবেন।
চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র শেষ হওয়ার আগে এবছর ৮ টেস্ট খেলার কথা বাংলাদেশের। যার শুরুটা হয়েছিল পাকিস্তান সফর দিয়ে। রাওয়ালপিন্ডিতে নিজেদের সবটা নিংড়ে দিয়ে সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে প্রথমবারের মতো পাকিস্তানকে হোয়াইটওয়াশও করেছে সফরকারীরা। এমন জয়ের অনুভূতি প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছেন না শান্ত।

বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটি আমাদের কাছে অনেক কিছু… ভাষায় প্রকাশ করতে পারব না। সত্যিই খুব খুশি আমরা। এখানে আসার আগে আমাদের লক্ষ্য ছিল জয়। সবাই যেভাবে নিজেদের কাজটা করেছে, তাতে খুবই খুশি আমি। সবাই অবদান রেখেছে এই সিরিজে। দলীয় পারফরম্যান্সে এই সাফল্য এসেছে। যারা খেলার সুযোগ পায়নি, তারাও মাঠের বাইরে অনেক পরিশ্রম করেছে। আমরা সবসময় তাদের কথাই বলি যারা রান করে বা উইকেট নেয়। কিন্তু সবার সম্মিলিত প্রচেষ্টায় এই জয় এসেছে।
পাকিস্তান সফরে ব্যাট আলো ছড়িয়েছেন মুশফিক, লিটন, মুমিনুলরা। দুই টেস্টের সিরিজে মুশফিক ২১৬, লিটন ১৯৪, মিরাজ ১৫৫ এবং মুমিনুল ৮৫ রান করেছেন। আলাদা করে সাকিব নজর কাড়তে না পারলেও ছোট পরিসরে হলেও অবদান রেখেছেন বাংলাদেশের জয়ে। চলতি মাসেই হতে যাওয়া গুরুত্বপূর্ণ ভারত সফরে তাদের কাছে এর চেয়েও বেশি পারফরম্যান্স আশা করছেন বাংলাদেশের অধিনায়ক।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শান্ত বলেন, ‘পরের সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। এই সিরিজ আমাদেরকে দারুণ আত্মবিশ্বাস জোগাবে। মুশি ভাই, সাকিব ভাই, লিটন, মুমিনুল, তারা অনেক খেলেছে এবং দারুণ অভিজ্ঞ। সেই অভিজ্ঞতা তারা মেলে ধরেছে এখানে। আশা করি, ভারতে তারা আরও ভালো খেলবে।’
পাকিস্তান সফরে ব্যাটে-বলে সাফল্য পেয়েছেন অলরাউন্ডার মিরাজ। প্রথম টেস্টে ৭৮ রানের ইনিংস খেলার পাশাপাশি মুশফিকের সঙ্গে ১৯৫ রানের জুটি গড়েছিলেন তিনি। দ্বিতীয় টেস্টে লিটনের সঙ্গে রেকর্ড ১৬৫ রানের জুটিতে মিরাজের অবদান ছিল ৭৮। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতে ডানহাতি অফ স্পিনার নিয়েছেন ১০ উইকেট। মিরাজের এমন পারফরম্যান্সে খুশি শান্ত।
ভারত সফরেও পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখবে বলে আশা বাংলাদেশ অধিনায়কের। এ প্রসঙ্গে শান্ত বলেন, ‘এই কন্ডিশনে যেভাবে প্রথম ইনিংসে বল করেছে সে, তা দারুণ ছিল। যেভাবে কাজ করেছে সম্প্রতি, কোচদের সঙ্গে কথা বলেছে, সবই দারুণ। আশা করি, ভারতের বিপক্ষে এটা ধরে রাখবে।’