promotional_ad

বাংলাদেশ সিরিজ নিয়ে ভারতকে সতর্ক করলেন সুরেশ রায়না

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের বিপক্ষে রাওয়াল পিন্ডি টেস্ট জিতে রীতিমতো উড়ছে বাংলাদেশ। তাদের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচটি কোনো মতে ড্র হলেই পাকিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এই সিরিজ শেষেই বাংলাদেশের ব্যস্ততা শুরু হবে ভারত সফর নিয়ে।


সেপ্টেম্বরে ভারতের বিপিক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে টাইগাররা। ১৯ সেপ্টম্বর থেকে শুরু হবে টেস্টের লড়াই আর অক্টোবরে হবে টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজের আগেই ভারতকে সতর্ক করেছেন ভারতের সাবেক ক্রিকেটার সুরেশ রায়না।



promotional_ad

বাংলাদেশকে হালকাভাবে নিতেও মানা করেছেন তিনি। সেই সঙ্গে বাংলাদেশের শক্তিশালী স্পিন আক্রমণের বিপক্ষে ভারতকে পরিকল্পনা নিয়ে মাঠে নামার পরামর্শ দিয়েছেন তিনি। বাংলাদেশের পর অস্ট্রেলিয়া সফরে যাবে ভারত। বাংলাদেশের বিপক্ষে খেলে সেই সিরিজের জন্য ভালো প্রস্তুতি হবেই বলে বিশ্বাস রায়নার।


দিল্লিতে লিজেন্ড ক্রিকেট লিগে খেলতে গিয়ে রায়না বলেন, ‘আপনি বাংলাদেশকে হালকাভাবে নিতে পারবেন না। কারণ তাদের দুর্দান্ত স্পিন বোলিং আক্রমণ এবং কিছু ভালো খেলোয়াড় রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ভালো করেছে। এই সিরিজ অস্ট্রেলিয়া সফরের জন্য একটি দুর্দান্ত অনুশীলন হবে।’


বাংলাদেশ সিরিজের সূচি আগেই প্রকাশিত হয়েছে। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে ১৯ সেপ্টেম্বর শুরু হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৭ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৬ অক্টোবর থেকে। সিরিজের বাকি দুই ম্যাচ যথাক্রমে ৯ ও ১২ অক্টোবর। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball