promotional_ad

১২ দফা কনকাশনের পর ক্রিকেট ছাড়ছেন পুকোভস্কি

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


মাথায় বলের আঘাত পাওয়া এবং কনকাশন, এই দুটো জিনিসের সঙ্গে যেন বন্ধুত্ব করে বসেছিলেন উইল পুকোভস্কি। বারবার কনকাশনে পড়ায় শঙ্কার মুখে ছিল অস্ট্রেলিয়ার টপ অর্ডার ব্যাটারের ক্রিকেট ক্যারিয়ার। ১২ দফা কনকাশনের পর চিকিৎসকদের পরামর্শে পেশাদার ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন পুকোভস্কি।


২০২১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল পুকোভস্কির। সিডনিতে হওয়া সেই ম্যাচে নিজের অভিষেক ইনিংসে নবদীপ সাইনির বলে ফেরার আগে ৬২ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে ডানহাতি ওপেনারের ব্যাট থেকে এসেছিল ১০ রান। অস্ট্রেলিয়ার হয়ে এক টেস্ট খেলা পুকোভস্কি আর কখনও জাতীয় দলের হয়ে মাঠে নামতে পারেননি।



promotional_ad

ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়ে খেলা পুকোভস্কি ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই বিপাকে পড়েছেন কনকাশন হয়ে। এখন পর্যন্ত ১২ দফায় কনকাশন হয়েছেন অস্ট্রেলিয়ার টপ অর্ডার এই ব্যাটার। সবশেষ মার্চে শেফিল্ড শিল্ডের ম্যাচে তাসমানিয়ার পেসার রাইলি মেরিডেথের বাউন্সার তার হেলমেটে আঘাত করে।


এমন ঘটনার পর মাঠ ছেড়ে চলে যান ২৬ বছর বয়সী এই ব্যাটার। এরপর থেকে মাঠের বাইরে আছেন তিনি। সেবার কনকাশন হওয়ায় তার সঙ্গে ৫ ম্যাচের চুক্তি বাতিল করে ইংলিশ কাউন্টির দল লেস্টারশায়ার। এবার বাধ্য পেশাদার ক্রিকেটে ইতি টানতে হচ্ছে তাকে। মূলত চিকিৎসকদের পরামর্শে ক্রিকেটের স্বপ্নকে বিসর্জন দিতে হচ্ছে তাকে।


অস্ট্রেলিয়ার চ্যানেল নাইনের সাংবাদিক টম মরিস এ প্রসঙ্গে বলেন, ‘আমি যতটুকু বুঝতে পেরেছি একটা স্বাধীন মেডিকেল প্যানেল তিন মাস আগে তাকে অবসর নেয়ার পরামর্শ দিয়েছিল। ক্রিকেট ভিক্টোরিয়া ও তার দলের মাঝে আনুষ্ঠানিকতা বাকি আ???ে কেবল। খবরটি পুকোভস্কির সতীর্থদের অবাক করার মতো নয়। কারণ প্রাক-মৌসুমে তাকে তারা দেখেনি।’



জাতীয় দলের হয়ে এক টেস্টে ৭২ রান করা পুকোভস্কি প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৩৬ ম্যাচ। যেখানে ৪৫.১৯ গড়ে ২ হাজার ৩৫০ রান করেছেন। ৯ হাফ সেঞ্চুরির সঙ্গে সাতটি সেঞ্চুরিও আছে টপ অর্ডার এই ব্যাটারের। লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৪ ম্যাচে ৩৩৩ রান করেছেন এক সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball