এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় নেপাল

আন্তর্জাতিক
এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় নেপাল
এবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করতে চায় নেপাল, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথমবারের মতো সিরিজ জয়ের আনন্দে ভাসছে নেপাল। ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৯০ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে রোহিত পাওড়েলের দল।

মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানে জয় পাওয়া নেপাল, দ্বিতীয় ম্যাচে আরও দাপুটে পারফরম্যান্সে হারায় দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়নদের। ১৭৩ রানের লক্ষ্য তাড়ায় ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে যায় মাত্র ৮৩ রানে।

নেপালের হয়ে ম্যাচসেরা হওয়া ওপেনার আসিফ শেখ বলেন, 'এটা আমাদের জন্য বড় অর্জন। আমরা ৩-০ তে শেষ করতে চাই। নেপালে ক্রিকেট উৎসবের মতো… নেপালের সব সমর্থককে ধন্যবাদ। তারা অনেক দূরদূরান্ত থেকে এসে আমাদের সমর্থন দেন। কৃতিত্বটা তাই তাদেরও।'

এই সিরিজ দিয়েই প্রথমবার টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছে নেপাল। একই সঙ্গে এটিই তাদের কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে প্রথম দ্বিপক্ষীয় সিরিজ। এমন এক সিরিজেই ইতিহাস গড়ল সহযোগী দেশ নেপাল।

টি-টোয়েন্টিতে কোনো সহযোগী দলের বিপক্ষে টেস্ট খেলুড়ে দলের এটিই সর্বনিম্ন রান। সেই সঙ্গে ৯০ রানের জয়টি সহযোগী দেশের সর্বোচ্চ ব্যবধানে জয়ও। এর আগে রেকর্ডটি ছিল আফগানিস্তানের, ২০১৬ সালে জিম্বাবুয়েকে ৮১ রানে হারিয়েছিল তারা।

নেপালের অধিনায়ক রোহিত পাওড়েল বলেন, 'টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে জয় অনেক কঠিন। দুই দিনের ব্যবধানে সিরিজ জয় আমাদের জন্য বিশেষ কিছু। এই সিরিজ আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ আমরা আমাদের খেলা ও প্রতিভা বিশ্বকে দেখাতে চেয়েছি। আমরা চাই আরও বেশি টেস্ট খেলুড়ে দলের বিপক্ষে খেলতে। ৩-০ করার প্রেরণা আছে, তবে তার আগে নতুন করে শুরু করতে হবে।'

শারজাহতে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে। নেপালের লক্ষ্য এখন ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করা, আর ক্যারিবিয়ানদের সামনে সম্মান রক্ষার লড়াই।

আরো পড়ুন: নেপাল