promotional_ad

পাকিস্তানের মাটিতে খেলতে চান কুলদীপ

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তানের মাটিতে খেলতে যাওয়ার কথা উঠলেই গড়িমসি শুরু করে ভারত। তাদের আপত্তির কারণেই সর্বশেষ এশিয়া কাপ অনুষ্ঠিত হয়েছে হাইব্রিড ফরম্যাটে। আগামী বছর পাকিস্তানের মাটিতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। সেখানেও ভারত খেলতে যাবে না বলে গুঞ্জন আছে।


এরই মধ্যে পাকিস্তানে খেলার আগ্রহের কথা জানিয়েছে তোপের মুখে পড়েছেন ভারতীয় স্পিনার কুলদীপ যাদব। ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও এখনও পাকিস্তানের মাটিতে খেলার সুযোগ হয়নি এই ভারতীয় স্পিনারের। তাই পাকিস্তানের মাটিতে খেলতে উদগ্রীব হয়ে আছেন বলে জানিয়েছেন তিনি।



promotional_ad

সম্প্রতি এক সাক্ষাৎকারে কুলদীপ বলেন, 'আমাদের যেখানে খেলতে বলা হবে, সেখানে খেলার জন্য তৈরি। আমি কখনও পাকিস্তানে যাইনি। তাই আমি খুবই উদগ্রীব। পাকিস্তানের মানুষেরা খুব ভাল। সুযোগ পেলে ওই দেশে গিয়ে খেলতে চাই।'


২০০৮ সালের পর থেকে পাকিস্তানে ক্রিকেট খেলতে যায়নি ভারত। পাকিস্তান সর্বশেষ দ্বিপাক্ষিক সিরিজ় খেলতে ভারতে এসেছিল ২০১২-১৩ মৌসুমে। এরপর বিশ্বকাপ আর এশিয়া কাপ ছাড়া দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশকে একে অপরের সঙ্গে খেলতেই দেখা যায় না।


যদিও পাকিস্তানের মাটিতে খেলতে ভারতের শত অনাগ্রহ থাকলেও পাকিস্তান দল ২০২৩ বিশ্বকাপ খেলতে ভারতে এসেছিল। তবে এখন গুঞ্জন উঠেছে ভারত কী পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাবে? এরই মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির খসড়া সূচি চূড়ান্ত করে ফেলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।



সবকিছু ঠিক থাকলে পাকিস্তানের তিনটি মাঠে অনুষ্ঠিত হবে ৮ দলের এই টুর্নামেন্ট। এর মধ্যে রয়েছে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোর। ভারতের সব ম্যাচ লাহোরে আয়োজন করতে যায় পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জন্য বাড়তি সুরক্ষা ব্যবস্থা থাকবে বলেও জানিয়েছে পিসিবি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball