promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে ‘৬ দিনের’ টেস্ট খেলবে শ্রীলঙ্কা

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


দুই দশক পর ঘরের মাঠে ৬ দিনের টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে শ্রীলঙ্কা। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের মাঝে ‘রেস্ট ডে’ রেখে সূচি প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশটির ক্রিকেট বোর্ড।


গত শতাব্দীতে ৬ দিনের টেস্ট ম্যাচ নিয়মিত ঘটনা হলেও চলতি শতাব্দীতে এমন ঘটনা দেখা গেছে হাতেগোনো কয়েকবার। সবশেষ ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে দেখা গিয়েছিল ৬ দিনের টেস্ট ম্যাচ। সেই সময় বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন ছিল।



promotional_ad

যার ফলে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর ‘রেস্ট ডে’ রাখা হয়েছিল। সেই ঘটনার ১৬ বছর পর আবারও ৬ দিনের টেস্ট দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। নিউজিল্যান্ডের বিপক্ষে লঙ্কানদের দুই টেস্টের সিরিজের প্রথম ম্যাচ হবে গলে। টেস্ট চলাকালীন ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।


যার ফলে ১৮ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া ম্যাচের মাঝের ২১ সেপ্টেম্বর রেস্ট ডে রাখা হয়েছে। শ্রীলঙ্কার নির্বাচনের দিন কোন খেলা হবে না। এর আগে ২০০১ সালে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ দিনের টেস্ট খেলেছিল শ্রীলঙ্কা। সেবার কলম্বোতে স্থানীয়দের পোয়া ডে’র কারণে ‘রেস্ট ডে’ রাখা হয়েছিল।


গত শতাব্দীতে ইংল্যান্ড নিয়মতই ৬ দিনের টেস্ট খেলেছে। যেখানে রবিবার খেলতে নামতেন না ইংলিশরা। বর্তমানে সময়ে অবশ্য ইংলিশদের ৬ দিনের টেস্ট খেলতে দেখা যায় না। তবে প্রায় প্রতি বছরই ৪ দিনের টেস্ট খেলছেন বেন স্টোকস। গত বছর আয়ারল্যান্ডের বিপক্ষে এমন ম্যাচ খেলেছিল তারা।



আগামী মৌসুমে ঘরের মাঠে জিম্বাবুয়ের সঙ্গেও ৪ দিনের টেস্ট খেলবে ইংল্যান্ড। এদিকে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের দুই ম্যাচের সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। প্রথম টেস্ট শুরু হবে ১৮ সেপ্টেম্বর এবং দ্বিতীয় টেস্ট হবে ২৬ সেপ্টেম্বর থেকে। দুটি ম্যাচেই গলে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball