
এশিয়া কাপ • দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত



অপরাজিত চ্যাম্পিয়ন ভারত
পাকিস্তানকে ৫ উইকেটের ব্যবধানে উড়িয়ে দিয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে ভারত। আগে ব্যাট করে ১৪৬ রানে অল আউট হয় পাকিস্তান। ভারত সেই লক্ষ্য পেরিয়ে গেছে ৫ বল হাতে রেখেই। অপরাজিত ৬৯ রানের ইনিংস খেলে ভারতের জয়ের নায়ক তিলক ভার্মা।
স্যামসনকে ফিরিয়ে জুটি ভাঙলেন আবরার
চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়ে ভারতের ইনিংস টানছিলেন সাঞ্জু স্যামসন ও তলক ভার্মা। এই দুজনের ৫৭ রানের জুটি ভেঙেছেন আবরার আহমেদ। এই স্পিনারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়েছেন ফারহানকে। স্যামসন আউট হয়েছেন ২১ বলে ২৪ রান করে।
পাওয়ার প্লেতে ৩ উইকেট নেই ভারতের
ফাহিমের আগের বলেই বাউন্ডারি মেরেছিলেন গিল। পরের বলে মিড অনে আবার উড়িয়ে মারতে গিয়ে হারিস রউফের হাতে ধরা পড়েন ১০ বলে ১২ রান করা গিল। পাওয়ার প্লেতে মাত্র ৩৬ রান তুলতেই ৩ উইকেট হারায় ভারত।
১০ রানে ২ উইকেট নেই ভারতের
১০ রানে ২ উইকেট নেই ভারতের। দারুণ ছন্দে থাকা অভিষেক শর্মা এদিন বেশিদূর এগোতে পারেননি। ফাহিম আশরাফের স্লোয়ারে ছক্কার চেষ্টায় আকাশে বল তুলে দিয়েছিলেন বাঁহাতি এই ওপেনার। মিড অনে হারিস রউফের হাতে ধরা পড়ে শেষ হয়েছে তার ৬ বলে ৫ রানের ইনিংস। তৃতীয় ওভারে সূর্যকুমার যাদবকে ফিরিয়েছেন শাহীন আফ্রিদি। এই পেসারের বলে মিড অফে সালমান আলী আঘাকে ক্যাচ দিয়েছেন ভারতীয় অধিনায়ক।
পাকিস্তানকে দেড়শ করতে দিল না ভারত
এরপর পাকিস্তানের ইনিংস আর বেশিদূর এগোতে পারেনি। ৩ বলে ৬ রান করা হারিস রউফকে দারুণ এক ইয়র্কারে বোল্ড করেন বুমরাহ। পরের ওভারে মোহাম্মদ নাওয়াজকে ফিরিয়ে পাকিস্তানের ইনিংস ১৪৬ রানে গুটিয়ে দেন বুমরাহ। নাওয়াজের ব্যাট থেকে আসে ৯ বলে ৬ রান। পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বড় ধস নামিয়েছেন কুলদীপ। তিনি একাই নিয়েছেন ৪ উইকেট। আর ২টি করে উইকেট নেন বুমরাহ, বরুণ ও অক্ষর।
৭ উইকেট হারিয়ে বিপদে পাকিস্তান
মোহাম্মদ হারিসও ব্যর্থ হয়েছেন। ২ বলে কোনো রান না করেই আউট হন তিনি। অক্ষর প্যাটেলের বলে ডিপে উড়িয়ে মারতে গিয়ে রিঙ্কু সিংয়ের হাতে ধরা পড়েছেন তিনি। ফখরকে আউট করেছেন বরুণ। এই স্পিনারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে কুলদীপকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। তার ব্যাট থেকে এসেছে ৩৫ বলে ৪৬ রানের ইনিংস। দ্রুত আউট হয়েছেন হুসাইন তালাতও।
অক্ষর প্যাটেলের বলে টপ এজ হয়ে সাঞ্জু স্যামসনকে ক্যাচ দেন এই পাকিস্তানি ব্যাটার। আর তাতেই ১৩১ রানে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে পাকিস্তান। অধিনায়ক সালমান আলী আঘাকে টিকতে দেননি কুলদীপ। ৭ বলে ৮ রান করা এই ব্যাটার আউট হন উইকেটের পেছনে সেই স্যামসনকে ক্যাচ দিয়ে। সেই ওভারের শেষ ৩ বলে দুই উইকেট নিয়েছেন কুলদীপ। চতুর্থ বলে আফ্রিদিকে এলবিডব্লিউ করে ফেরান এই ভারতীয় স্পিনার। এরপর শেষ বলে ফাহিম আশরাফ ক্যাচ দেন তিলক ভার্মাকে ১৩৫ রানে পাকিস্তান তাতেই হারিয়ে ফেলে ৮ উইকেট।
সাইমের আরেকটি ব্যর্থ ইনিংস
এরপর ফখর জামানকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি সাইম আইয়ুব। এবারের এশিয়া কাপে বাজে ফর্মে থাকা এই পাকিস্তানি ব্যাটার ১১ বলে ১৪ রান করে ফিরেছেন। কুলদীপ যাদবের বলে ব্যাকফুটে খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে জসপ্রিত বুমরাহর হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
পাকিস্তানের উড়ন্ত সূচনার পর ফিরলেন ফারহান
ভারতীয় বোলারদের তুলোধোনা করে মাত্র ৩৫ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ফারহান। হাফ সেঞ্চুরির পথে দুটি ছক্কা ও ৫টি চার মারেন পাকিস্তানের এই ওপেনার। ৩৮ বলে ৫৭ রান করে বরুণ চক্রবর্তীর শিকার হয়ে ফিরেছেন ফারহান। তিনি ক্যাচ দিয়েছেন তিলক ভার্মাকে। আর তাতেই দলীয় ৮৪ রানে পাকিস্তানের ওপেনিং জুটি ভাঙে। বরুণের বলে পুল করেছিলেন ফারহান। তবে ব্যাটে বলে করতে পারেননি তিনি। সোজা ক্যাচ দেন ডিপে ফিল্ডিং করা তিলককে।
পাওয়ার প্লেতে পাকিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৪৫
ভারতের হয়ে বল হাতে ইনিংস শুরু করেন শিভম দুবে। এই পেসারের প্রথম ৪ বলে কোনো রানই নিতে পারেনি পাকিস্তান। চতুর্থ বলে মিড অন দিয়ে চার মেরে পাকিস্তানের রানের খাতা খোলেন শাহিবজাদা ফারহান। পাওয়ার প্লের ৬ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৪৫ রান। ওপেনার ফারহান অপরাজিত ২৫ বলে ৩১ রান করে। অন্যদিকে ১১ বলে ১২ রান করে অপরাজিত ফখর জামান।
ভারতের একাদশে ৩ পরিবর্তন
এই ম্যাচে ৩ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে ভারত। হালকা নিগ্যালের কারণে ফাইনালে খেলতে পারছেন না হার্দিক পান্ডিয়া। এর বাইরে আর্শদীপ সিং ও হার্শিত রানা একাদশ থেকে বাদ পড়েছেন। দলে একাদশে জায়গা পেয়েছেন জসপ্রিত বুমরাহ, শিভম দুবে ও রিঙ্কু সিং। পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে।
পাকিস্তান (একাদশ):
শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আলী আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
ভারত (একাদশ):
অভিষেক শর্মা, শুভমান গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিভম দুবে, রিঙ্কু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
এশিয়া কাপের ফাইনালে টসে জিতল ভারত
এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। মাঠের লড়াইয়ের চেয়ে খেলার বাইরের বিভিন্ন ইস্যুতেই বেশি আলোচনা হচ্ছে। সব কিছু ছাপিয়ে এবারই প্রথম এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে এশিয়ার এই দুই শীর্ষ দল।
৪১ বছরে ১৭ আসরে প্রথমবারের মতো এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই পরাশক্তি ভারত ও পাকিস্তান। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।
ম্যাচ
- সিরিজ
- এশিয়া কাপ
- ভেন্যু
- দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাত
-
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি -
ক্রিকফ্রেঞ্জি