এশিয়া কাপ • দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম, দুবাই

Asia Cup 2025
SL
98/4 (14 Ov)
BAN
0
Bangladesh won the toss and opted to field

একশর আগেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার

দলীয় ১০০ রানের আগেই ৪ উইকেট নেই শ্রীলঙ্কার। মুস্তাফিজুর রহমানের বলে কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে আউট হন কুশাল পেরেরা। যদিও লঙ্কান এই ব্যাটার রিভিউ নিয়েছিলেন। রিভিউতে দেখা যায় বল ব্যাটের কানায় লেগে লিটন দাসের হাতে জমা পড়েছে। ফলে ফিরে যেতে হয় পেরেরাকে। সেই সঙ্গে একটি রিভিউ হারায় শ্রীলঙ্কা।

মিশারাকে বোল্ড করলেন মেহেদী

কামিল মিশারাকে ফিরিয়েছেন মেহেদী। ১১ বলে ৫ রান করা এই ব্যাটার রিভার্স সুইপ করতে গিয়ে বোল্ড হয়েছেন লঙ্কান এই ব্যাটার। টানা উইকেট নেয়ার ফলে শ্রীলঙ্কার রানের চাকাও কিছুটা ধীর হয়েছে। ফলে বাংলাদেশের বোলাররা ছড়ি ঘোরাচ্ছেন বলাই যায়।

একাদশে ফিরেই উইকেট নিলেন মেহেদী

ইনিংসের অষ্টম ওভারে শেখ মেহেদীর বলে ডিপে ক্যাচ দিয়েছেন কুশল মেন্ডিস। এই লঙ্কান ব্যাটার ২৫ বলে ৩৪ রান করেছেন। মেহেদীর ফ্লাইটেড ডেলিভারিতে হাঁটু গেড়ে সুইপ করেছিলেন মেন্ডিস তবে ব্যাটে বলে করতে পারেননি। তিনি ক্যাচ দেন সাইফের হাতে। ফলে দলীয় ৬০ রানেই শ্রীলঙ্কা ২ উইকেট হারায়।

নিশাঙ্কাকে ফিরিয়ে উইকেট এনে দিলেন তাসকিন

বাংলাদেশকে প্রথম উইকেট এনে দিয়েছেন তাসকিন আহমেদ। তিনি ১৫ বলে ২২ রান করা পাথুম নিশাঙ্কাকে আউট করেছেন। বাংলাদেশের এই পেসারের বলে ডিপ মিড উইকেট দিয়ে উড়িয়ে মেরেছিলেন এই লঙ্কান ওপেনার। তবে ব্যাটে-বলে করতে পারেননি তিনি। বল চলে যায় সোজা সাইফ হাসানের হাতে। পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি শ্রীলঙ্কা। ৬ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ৫৩ রান।

ঝড়ো ব্যাটিংয়ে ইনিংস শুরু শ্রীলঙ্কার

বাংলাদেশের হয়ে ইনিংস শুরু করেন শরিফুল ইসলাম। প্রথম ওভারে ৮ রান খরচ করেন এই পেসার। এর মধ্যে ডিপ স্কয়ার লেগ দিয়ে একটি ছক্কা মারেন কুশল মেন্ডিস। শরিফুল নিজের দ্বিতীয় ওভার করতে এসে পাথুম নিশাঙ্কার তোপের মুখে পড়েন। টানা তিন বলে শরিফুলকে চার হাঁকান এই লঙ্কান ওপেনার। ৪ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় বিনা উইকেটে ৩৬ রান।

ওয়েলালাগের বাবার জন্য এক মিনিট নিরবতা পালন

আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলার সময় বাবা মারা গেছেন দুনিথ ওয়েলালাগের। বাবার শেষকৃত্য শেষে তিনি বাংলাদেশের বিপক্ষে খেলতে নামছেন। এদিন ওয়েলালাগের বাবার জন্য ১ মিনিট নিরবতা পালন করা হয় মাঠে। যাতে অংশ নেয় বাংলাদেশ শ্রীলঙ্কার সব ক্রিকেটাররাও।


শ্রীলঙ্কার একাদশ— পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিল মিশারা, কুশল পেরেরা, চারিথ আসালাঙ্কা, দাসুন শানাকা, কামিন্দু মেন্ডিস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়েলালাগে, দুশমন্থ চামিরা এবং নুয়ান থুসারা।

বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন

এই ম্যাচে ২ পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। একাদশে নেই নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন। একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও শরিফুল ইসলাম।


বাংলাদেশের একাদশ— সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী অনিক, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কার বিপক্ষে টসে জিতলেন লিটন

দুবাইয়ের উইকেট বরাবরই স্পিনারদের বাড়তি সুবিধা দিয়ে থাকে। সেখানে যেকোনো দলই আগে বোলিং করতে চাইবে। এরই মধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

সুপার ফোরের ম্যাচে মুখোমুখি বাংলাদেশ শ্রীলঙ্কা

এশিয়া কাপে কঠিন গ্রুপে পড়েছিল বাংলাদেশ। আফগানিস্তানকে টপকে সুপার ফোরের টিকিট পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় পর্বে নিজেদের প্রথম ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম‍্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায়।


আফগানিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে মাঠে নেমেছিল বাংলাদেশ। দুই পার্ট টাইমার শামীম হোসেন পাটোয়ারি ও সাইফ হাসান অনেক খরুচে বোলিং করেছেন। ফলে লঙ্কানদের বিপক্ষে চার বিশেষজ্ঞ বোলার নিয়ে খেলার সিদ্ধান্ত নেবে না বাংলাদেশ সেটা ধরে নেয়াই যায়।