বাংলাদেশ সিরিজে নেই ফারুকি-গুলবাদিন-গাজানফার

বাংলাদেশ
বাংলাদেশ সিরিজের জন্য আফগানিস্তানের দল ঘোষণা
আফগানিস্তান ক্রিকেট দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপ শেষে বাংলাদেশের বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া সিরিজের জন্য ওয়ানডে এবং টি-টোয়েন্টি দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। চোটের কারণে বাংলাদেশ সিরিজেও নেই পেসার নাভিন উল হক।

এশিয়া কাপের স্কোয়াডে থাকলেও চোটের কারণে টুর্নামেন্টের মাঝ পথে ছিটকে যান নাভিন উল হক। একই কারণে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি স্কোয়াডে রাখা হয়নি ডানহাতি এই পেসারকে। এশিয়া কাপের স্কোয়াডে থাকা গুলবাদিন নাইব, ফজলহক ফারুকি, গুলবাদিন নাইব ও করিম জানাতও নেই স্কোয়াডে।

নাভিনের বদলি হিসেবে সুযোগ পাওয়া আব্দুল্লাহ আহমদজাই আছেন বাংলাদেশের বিপক্ষে। রিজার্ভে রাখা হয়েছে মোহাম্মদ গাজারফারকে। এ ছাড়া রিজার্ভে থাকা য়াফিকুল্লাহ তারাখিলকে বাংলাদেশের বিপক্ষে স্কোয়াডে যুক্ত করা হয়েছে। যদিও আফগানিস্তানের ওয়ানডে দলে নেই তিনি।

২ অক্টোবর প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ ও আফগানিস্তান। পরের দুই ম্যাচ হবে ৩ ও ৫ অক্টোবর। টি-টোয়েন্টি সিরিজের পুরোটা হবে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। ৮ অক্টোবর থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ। শেষ দুই ম্যাচ হবে ১১ ও ১৪ অক্টোবর। তিনটি ম্যাচই হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে।

টি-টোয়েন্টি স্কোয়াড— রশিদ খান, ইব্রাহিম জাদরান, রহমানুল্লাহ গুরবাজ, সেদিকউল্লাহ অটল, ওয়াফিকুল্লাহ তারাখিল, ডারউইস রাসূলি, মোহাম্মদ ইসাক, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, শরাফউদ্দিন আশরাফ, নূর আহমেদ, মুজিব উর রহমান, ফরিদ মালিক, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমেদ।

রিজার্ভ: মোহাম্মদ গাজানফার, রহমত শাহ।

ওয়ানডে স্কোয়াড— হাশমতউল্লাহ শহীদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইকরাম আলিখিল (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ অটল, ডারউইস রাসূলি, আজমতউল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, রশিদ খান, নাঙ্গিয়াল খারোটে, মোহাম্মদ গাজানফার, আব্দুল্লাহ আহমদজাই, বশির আহমেদ ও মোহাম্মদ সালিম সাফি।

রিজার্ভ: বিলাল সামি, ফারিদুন দাউদজাই

আরো পড়ুন: বাংলাদেশ