ভারত ম্যাচের আগে প্রেস কনফারেন্স বাতিল করল পাকিস্তান

আন্তর্জাতিক
ভারত ম্যাচের আগে প্রেস কনফারেন্স বাতিল করল পাকিস্তান
সালমান আলী আঘা, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলন করেনি পাকিস্তান। সুপার ফোরে ভারতের বিপক্ষে মাঠে নামার আগেও একই কাজ করেছে তারা। ২০ সেপ্টেম্বর একজন ক্রিকেটার কিংবা কোচিং স্টাফের একজনের কথা বলার কথা থাকলেও সেটা বাতিল করেছে পাকিস্তান। যদিও তাদের সংবাদ সম্মেলন বাতিলের কারণ এখনো স্পষ্ট নয়।

ভারতের কাছে হারলেও সংযুক্ত আরব আমিরাত এবং ওমানকে হারিয়ে সুপার ফোরে জায়গা নিশ্চিত করেছে পাকিস্তান। ১৭ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলেছেন সালমান আলী আঘারা। সুপার ফোরের ম্যাচের আগে বেশ কয়েকদিন বিরতি পেয়েছেন তারা। ২১ সেপ্টেম্বর তাদের প্রথম প্রতিপক্ষ ভারত।

সেই ম্যাচের আগে আইসিসি একাডেমি মাঠে তিন ঘণ্টার অনুশীলন সেশন রেখেছে পাকিস্তান। অনুশীলন শুরুর আগে স্থানীয় সময় ৬ টায় পাকিস্তান ক্রিকেট দলের একজন ক্রিকেটার কিংবা কোচিং স্টাফের সংবাদ সম্মেলন করার কথা ছিল। তবে আচমকা ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলন বাতিল করেছে তারা।

বিষয়টি নিশ্চিত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ঠিক কী কারণে পাকিস্তান সংবাদ সম্মেলন বাতিল করেছে সেটা এখনো নিশ্চিত করেনি কেউই। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে বাজেভাবে হেরেছে পাকিস্তান। সুপার ফোরে নিশ্চিতভাবেই প্রতিশোধ নিতে চাইবেন শাহীন শাহ আফ্রিদিরা। যদিও কাজটা সহজ হবে না তাদের জন্য।

ভারত-পাকিস্তানের দ্বিতীয় ম্যাচেও ম্যাচ রেফারির দায়িত্বে থাকছেন অ্যান্ডি পাইক্রফ্ট। কদিন আগে দুই দলের ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। ম্যাচ জিতিয়ে দৌড়ে দ্রুত মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফেরেন সূর্যকুমার যাদব ও শিভাম দুবে। পাকিস্তানের ক্রিকেটাররা দাঁড়িয়ে থাকলেও হাত না মিলিয়ে ভারতের সবাই দ্রুত ড্রেসিং রুমে চলে যান।

ম্যাচ শেষে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইসিসি বরাবর অভিযোগ করে জানায়, টসের সময় ম্যাচ রেফারি পাইক্রফ্ট হাত মেলাতে না করেছিলেন। যদিও এমন অভিযোগ উড়িয়ে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তাকে না সরালে এশিয়া কাপ বর্জনের হুমকিও দেয় পাকিস্তান। এমন অবস্থায় আলোচনা করে পাকিস্তানের কাছে ক্ষমা চান পাইক্রফ্ট।

জিম্বাবুইয়ান ম্যাচ রেফারি তাদের জানান এটা পুরোপুরি ভুল বোঝাবুঝি ছিল। সেই সঙ্গে আইসিসি নিশ্চিত করে, এসিসির কর্মকর্তারা নির্দেশ দেয়ার কারণেই দুই অধিনায়ককে এমন কথা বলেছিলেন পাইক্রফ্ট। প্রত্যাশিত উত্তর পাওয়ায় এক ঘণ্টা দেরিতে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ খেলে পাকিস্তান।

আরো পড়ুন: পাকিস্তান