জাতীয় দলের নির্বাচক হচ্ছেন হাসিবুল শান্ত

বাংলাদেশ
জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব পাচ্ছেন সাবেক পেসার শান্ত
হাসিবুল হোসেন শান্ত, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে দেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার। তিনি কোচিং পেশায় মনোনিবেশ করতেই এই দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। এরপর হান্নান কাজ করেছেন আবাহনী লিমিটেডের হয়ে। তিনি সরে যাওয়ার পর থেকেই বিসিবি জাতীয় নির্বাচক প্যানেল কার্যত চলছে দুই সদস্য দিয়ে।

প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের সঙ্গে দ্বিতীয় সদস্য হিসেবে আছেন জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার আবদুর রাজ্জাক। গত কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল জাতীয় দলের নির্বাচক হিসেবে তৃতীয় সদস্য হিসেবে নতুন কাউকে নেয়া হচ্ছে। সেই জায়গায় বেশ কয়েকজন সাবেক ক্রিকেটারের নাম শোনা যাচ্ছিল।

এবার বেশ জোরেশোরেই শোনা যাচ্ছে জাতীয় দলের সাবেক পেসার হাসিবুল হোসেন শান্তর নাম। ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্র জানিয়েছে নির্বাচক হওয়ার জন্য শান্তর কাছে প্রস্তাব গিয়েছে। তিনি সেই প্রস্তাবে সম্মতিও দিয়েছেন। শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাধারণ সভা অনুষ্ঠিত হচ্ছে।

সেখানেই শান্তকে নিয়োগের ব্যাপারে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গত ৬ মাস ধরেই ব্যস্ত সূচি চলছে বাংলাদেশ দলের হান্নান সরে যাওয়ার পর জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ দল। এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পিঠাপিঠি দুটি টি–টোয়েন্টি সিরিজ।

এরপর শ্রীলঙ্কায় বাংলাদেশ খেলেছে পূর্ণাঙ্গ সিরিজ হয়েছে, সেটা জুন-জুলাইয়ে। আর দেশে ফিরে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ খেলেছে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ। এরপর ঘরের মাঠে হয়েছে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ। এরপর এশিয়া কাপে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রতিটি সিরিজের দল নির্বাচনেই ভূমিকা রেখেছেন দুই নির্বাচকই।

আরো পড়ুন: বাংলাদেশ