promotional_ad

কুশল পেরেরায় ভরসা রাখছেন হাথুরু

promotional_ad

বাংলাদেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ওয়ানডে খেলার সময় সাইড স্ট্রেনের চোটে পড়েছিলেন লঙ্কান ব্যাটিং তারকা কুশল পেরেরা। চিকিৎসার জন্য তখনই তাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়।


তারপর বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টি২০ সিরিজের দলে থাকলেও, শেষ পর্যন্ত তার বদলে কুশল মেন্ডিসের নাম ঘোষণা করে লঙ্কান ক্রিকেট বোর্ড। তবে, মঙ্গলবার থেকে শুরু হওয়া নিদাহাস ট্রফিতে আবারও মাঠে দেখা যাবে কুশল পেরেরকে।


লঙ্কান প্রধাণ কোচ চান্ডিকা হাথুরুসিংহে কুশল পেরেরাকে নিয়ে বেশ আশাবাদী। এই ব্যাটিং তারকার মানসিকতা বেশ ভালো আছে বলেও জানিয়েছেন লঙ্কান কোচ। মাঠের ক্রিকেটে ফিরতে লঙ্কান কোচরা তাকে বেশ সহযোগীতা করেছেন।



promotional_ad

এই প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, "বর্তমান সময়ে কুশলের মানসিকতা বেশ ভালো আছে। সে তার খেলাটা জানে এবং নিজেকে বেশ ভালো ভাবে বুঝে। আমাদের কোচরা বেশ ঘনিষ্ঠ ভাবে তার সাথে কাজ করছে এবং ব্যাপারগুলো তার কাছে বেশ ভালো ভাবে ব্যাখ্যা দিচ্ছে।"


ইনজুরি থেকে ফিরে নিজের পুরোনো ফর্ম ফিরে পেতে মানসিক ভাবে বেশ শক্তিশালী হতে হবে বলে মনে করেন হাথুরুসিংহে। পেরেরার এখন কি করতে হবে সেই ব্যাপারে তার স্বচ্ছ ধারণা আছে বলেও নিশ্চিত করেছেন এই কোচ।


হাথুরুসিংহের ভাষ্যমতে, "তাকে এখন কি করতে হবে সে ব্যাপারে স্বচ্ছ ধারণা আছে তার। আপনার ফর্ম ফিরে পেতে আপনাকে মানসিক ভাবে বেশ শক্তিশালী হতে হবে।"




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball