সেঞ্চুরির স্বপ্ন দেখাচ্ছেন লিটন

ছবি:

ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) ৩৮ তম ম্যাচে আজ মাঠে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ফতুল্লাহর খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে সকাল ৯ টায় শুরু হওয়া এই ম্যাচে দোলেশ্বরের সামনে ২৮৭ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দিয়েছে শামসুর রহমানের মোহামেডান দলটি।
এদিন শুরুতে টসে জিতে ব্যাটিংয়ে নেমে অধিনায়ক শামসুর রহমান, রকিবুল হাসান এবং বিপুল শর্মার অর্ধশতকে ১ বল বাকি থাকতে অলআউট হলেও ২৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড়া করাতে সক্ষম হয় মোহামেডান।
২৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৪১ রানে ২ উইকেট হারালেও লিটন কুমার দাসের ফিফটিতে এগুচ্ছে প্রাইম দোলেশ্বর। ৭৪ রান নিয়ে ক্রিজে ব্যাট করছেন ডানহাতি এই উইকেট রক্ষক। প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত তাদের স্কোর ২৭ ওভারে ১২৪ রান ৩ উইকেট হারিয়ে।

মোহামেডান স্পোর্টিং ক্লাব-
জনি তালুকদার, রনি তালুকদার, শামসুর রহমান (অধিনায়ক), আমিনুল ইসলাম, রকিবুল হাসান, বিপুল শর্মা, এনামুল হক, তাইজুল ইসলাম, কাজি অনিক, ইরফান শুক্কুর, মোহাম্মদ আজিম।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব-
ইমতিয়াজ হোসেন, লিটন কুমার দাস, ফজলে মাহমুদ, মার্শাল আইয়ুব, জোহেইব খান, মোহাম্মদ আরাফাত, ফরহাদ রেজা (অধিনায়ক), ফরহাদ হোসেন, শরিফুল্লাহ, আরাফাত সানি, মামুন হোসেন।