নিদাহাস ট্রফিতে লঙ্কানদের শক্তিশালী দল ঘোষণা

নিদাহাস ট্রফি
নিদাহাস ট্রফিতে লঙ্কানদের শক্তিশালী দল ঘোষণা
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

আগামি মাসের ৬ তারিখ থেকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং ভারতের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে নিদাহাস টি টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ। আর এই সিরিজটি সামনে রেখে ইতিমধ্যে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি)। 

এই সিরিজ থেকে কাফ ইনজুরির কারণে ছিটকে পড়তে হয়েছে নিয়মিত অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউসকে। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করতে দেখা যাবে দলটির অধিনায়ক উইকেটরক্ষক ব্যাটসম্যান দীনেশ চান্ডিমালকে।

আর তাঁর ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন পেস তারকা সুরঙ্গা লাকমল। অপরদিকে এই স্কোয়াড থেকে আরো বাদ পড়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। 

১৫ সদ??্যের শ্রীলঙ্কা দল- 

১। দীনেশ চান্ডিমাল (অধিনায়ক) 

২। উপল থারাঙ্গা

৩। দানুশকা গুনাথিলাকা 

৪। কুশল মেন্ডিস 

৫। কুশল জেনিথ পেরেরা 

৬। থিসারা পেরেরা 

৭। জীবন মেন্ডিস

৮। সুরঙ্গা লাকমল (সহ অধিনায়ক)

৯। ইসুরু উদানা 

১০। আকিলা ধনঞ্জয়া

১১। আমিলা আপোনসো

১২। নুয়ান প্রদীপ

১৩। দুশমন্ত চামিরা

১৪। ধনঞ্জয়া ডি সিলভা

১৫। দাশুন শানাকা। 

আরো পড়ুন: this topic