ব্রাত্যই রয়ে গেলেন রিয়াদ, খেলছেন মুস্তাফিজ

ছবি:

পাকিস্তান সুপার লীগে (পিএসএল) তৃতীয় আসরের পঞ্চম ম্যাচে শনিবার রাত ১০টায় মাঠে নামছে মাহমুদুল্লাহ রিয়াদের কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্স এবং মুস্তাফিজুর রহমানের লাহোর কালান্দার্স।
ইতিমধ্যে ম্যাচটিতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের দলপতি সরফরাজ আহমেদ। এদিকে আজকের ম্যাচেও মাহমুদুল্লাহ রিয়াদকে একাদশের বাইরে রেখে দল সাজিয়েছে গেল বারের রানার্স আপরা।

অন্যদিকে মুস্তাফিজুর রহমানের উপর আস্থা রেখেছে তার দল লাহোর। প্রথম ম্যাচের মত আজকের ম্যাচেও একাদশে আছেন এই বাঁহাতি পেসার।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ-
সরফরাজ আহমেদ (অধিনায়ক), আসাদ শফিক, উমর আমিন, কেভিন পিটারসেন, রাইলি রুশো, মোহাম্মদ নেওয়াজ, শেন ওয়াটসন, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি, জোফরা আর্চার।
লাহোর কালান্দার্স একাদশ-
ব্র্যান্ডন ম্যাককালাম, ফখর জামান, উমর আকমল, সুনিল নারিন, ইয়াসির শাহ, ক্যামেরন ডেলপোর্ট, মুস্তাফিজুর রহমান, সোহেল আখতার, আমির ইয়ামিন, রাজা হাসান, শাহেন শাহ আফ্রিদি