ব্যস্ত ক্রিকেট সূচি অপেক্ষা করছে 'এ' দলের

ছবি:

চলতি বছরের জুন-জুলাই মাসে শ্রীলঙ্কা 'এ' দলের বিপক্ষে দেশের মাটিতে সিরিজ খেলবে বাংলাদেশ 'এ' দল। এরপর আগস্টে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে 'এ' দলের। আইরিশদের মাঠে সিরিজ শেষে দেশে ফিরে সেপ্টেম্বর-অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজ খেলবে তারা।
'এ' দলের এই সিরিজগুলোই মূলত ক্রিকেটারদের জন্য জাতীয় দলে ঢোকার দরজা হিসেবে বিবেচিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
'এ' দলের হয়ে পারফর্ম করতে পারলে জাতীয় দলে খেলাটাও সহজ হবে ক্রিকেটারদের জন্য উল্লেখ করে আকরাম খান বলেন, 'এই সব লেভেলে আপনি যদি পারফর্ম করেন তাহলে কিন্তু আসল ম্যাচে আপনার পারফর্ম করাটা সহজ হবে।'

সাবেক এই টাইগার অধিনায়ক আরো বলেন, 'এটা কিন্তু জাতীয় দলে খেলার জন্য এবং অভিজ্ঞতার জন্য এই সফরগুলো অনেক গুরুত্বপূর্ণ। এখানে যদি ক্রিকেটাররা পারফর্ম করে তাহলে নিজেদের অনেক উন্নতি হবে।'
'এ' দলের এই সফরগুলোতে চার দিনের ম্যাচ সহ সব ধরণের ম্যাচই থাকবে বলে নিশ্চিত করেছেন বিসিবির এই কর্মকর্তা। তাঁর ভাষ্যমতে, 'চার দিনের ম্যাচগুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ। চার দিনের ম্যাচে যেটা হয় যে আপনার সুযোগ অনেক বেশি থাকে। বেশিক্ষণ ব্যাটিং কিংবা বোলিং করা যায়। তবে সবধরণেরই ম্যাচ থাকবে।'
জাতীয় দলের ৫০ শতাংশ ক্রিকেটারই খেলেন 'এ' দলে। আর বাকি ৫০ ভাগ যারা রয়েছে তাদের সকলেরই দেশের হয়ে খেলার সুযোগ পাওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন আকরাম। মূলত ক্রিকেটারদের জন্য এই সিরিজগুলোকে অনেক বড় সুযোগ হিসেবে দেখছেন তিনি। আকরাম খান বলছিলেন,
'এখানে ফিফটি পার্সেন্ট জাতীয় দলের খেলোয়াড়। আর ফিফটি পার্সেন্ট রয়েছে যাদের জাতীয় দলে খেলার সম্ভাবনা রয়েছে। আমার মনে হয় এটি খেলোয়াড়দের জন্য অনেক ভালো একটি সুযোগ।'