উইকেট নিয়ে রিয়াদ-করুনারত্নের দ্বিমত

ছবি:

সাগরিকার উইকেটে রান বন্যা বাইয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। ফলে, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছে। চট্টগ্রাম টেস্টে দুই দলের আড়াই ইনিংসে ১৫৩৩ রান হয়েছে। বিপরিতে উইকেট পড়েছে ২২ টি। উইকেট প্রতি ৬৩.৮৭ গড়ে রান হয়েছে।
ফলে বলাই যায় গতানুগতিক চট্টগ্রামের উইকেটের দেখা পাওয়া যায়নি এই টেস্টে। আগের কয়েকটি সিরিজের উইকেট বিচার করলে দেখা যায়। প্রথম কয়েকদিন স্পিন ধরে উইকেটে কিন্তু এই ম্যাচের পাঁচ দিন শেষ হয়ে গেলেও আহামরি স্পিনের দেখা মিলেনি। তারপরও, উইকেট নিয়ে সন্তুষ্ট টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এই প্রসঙ্গে মাহমুদুল্লাহ বলেন, 'আপনি যদি গতানুগতিক চট্টগ্রামের উইকেট দেখেন, বিগত অনেকগুলো টেস্ট ম্যাচে, প্রথম কয়েকদিন স্পিন হয়, পরে ভালো হতে থাকে। এবার আমার মনে হয়, প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত এই উইকেট ভালো ছিলো। একটা দুইটা বল এদিক সেদিক ছিলো। তারপরও ব্যাটিং সহায়ক ছিলো। ভালো ছিলো। এতোটা প্রত্যাশা করিনি।'

চট্টগ্রাম টেস্টের উইকেট ব্যাটসম্যানদের জন্য সহায়ক ছিল বলে মনে করেন তিনি, 'ভেবেছিলাম প্রথম দিন স্পিন হয়নি, হয়তো দ্বিতীয় বা তৃতীয় দিন, বা চতুর্থ বা পঞ্চম দিনে স্পিন হতে পারে। কিন্তু আহামরি স্পিন হয়নি। ব্যাটসম্যানদের জন্য তুলনামূলক ভালো উইকেট ছিলো। তারপরও বলবো সব ব্যাটসম্যানকে কষ্ট করে রান করতে হয়েছে।'
তবে, মাহমুদুল্লাহ এই উইকেটে তুষ্ট হলেও লঙ্কানদের হয়ে সংবাদ সম্মেলনে আসা করুনারত্নে এই ব্যাটিং বান্ধব উইকেট নিয়ে বেশ হতাশা প্রকাশ করেছন। তবে, করুনারত্নের এই কথার কোনো ভিত্তি পাচ্ছেন না মাহমুদুল্লাহ। দুই দলের ব্যাটিংয়ের উদাহরণ দিয়ে মাহমুদুল্লাহ এই উইকেটকে ভালো উইকেটের সার্টিফিকেট দিয়েছেন।
টাইগার অধিনায়কের মতে, 'আমার তো মনে হয় যে, ওদের ও আমাদের দুই দলের ব্যাটসম্যানরাই ভালো ব্যাটিং করেছে। আমি জানি না তিনি কোন দিক থেকে এ কথা বলেছেন। উনি কেমন উইকেট চান, তা তাকে জিজ্ঞেস করতে হবে। টেস্ট ম্যাচ সব সময় কঠিন। তা উইকেট স্পিন-পেসবান্ধব হোক বা স্পোর্টিং হোক। যদি রান রেট দেখেন, আমাদের দুই ইনিংসেই পৌনে চারের মতো ছিলো। এটা ভালো উইকেট ছিলো। দুই দলের ব্যাটসম্যানই দায়িত্ব নিয়ে ভালো ব্যাটিং করেছে।'