সেরা জুটির রেকর্ডে মুশফিক-মমিনুল

ছবি:

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মমিনুল-মুশফিকের ২৩৬ রানের রেকর্ড জুটিতে ভর করে দিন শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়িয়েছে ৪ উইকেটে ৩৭৪ রান। তবে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটা আরও ভালো ভাবে শেষ করতে পারতো বাংলাদেশ দল।
ইনিংসের ৮৪তম ওভারের শেষ দুই বলে পরপর মুশফিক ও লিটনের দুই উইকেট হারিয়েছে টাইগাররা। সদ্য সাবেক টাইগার টেস্ট অধিনায়ক মুশফিকুর রহীম অল্পের জন্য সেঞ্চুরি মিস করেছেন। ১৯২ বলে ৯২ রান করা মুশফিক তাঁর ইনিংস সাজিয়েছেন ১০টি বাউন্ডারি দিয়ে।
এদিকে, মুশফিককে সঙ্গ দেয়া মমিনুল ছিলেন অপর প্রান্তে সাবলীল। প্রায় সাড়ে ৩ বছর পেয়েছেন ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরি। পুরো দিনেই ওয়ানডে স্টাইলে ব্যাট করা মমিনুল দিনশেষে অপরাজিত আছেন ২০৫ বলে ১৭৫ রান করে।

এই টাইগার বাঁহাতি ব্যাটসম্যান তাঁর ইনিংস সাজিয়েছেন ১টি ছক্কা ও ১৬টি চারে। ২০ বলে ৯ রান করে অপরাজিত থেকে দিন শেষ করেছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
এদিকে, চট্টগ্রাম টেস্টে ২৩৬ রানের জুটি গড়ে দারুণ এক রেকর্ডে নাম লিখিয়েছেন মুশফিক ও মমিনুল। ঘরের মাঠে যেকোনো উইকেটে সর্বাধিক রানের জুটির রেকর্ড গড়েছেন মুশফিক ও মমিনুল।
এই জুটি গড়ার পথে তারা ছাড়িয়ে গেছেন এই চট্টগ্রামের মাটিতেই তামিম-ইমরুলের ২২৪ রানের জুটির রেকর্ড। দুই টাইগার ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েস ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে এই জুটির রেকর্ড গড়েছিলেন।
তামিম-ইমরুলরা ভেঙেছিলেন হাবিবুল বাশার ও শাহরিয়ার নাফিসের ১৮৭ রানের জুটির রেকর্ড। ২০০৬ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফতুল্লাহতে এই রেকর্ড জুটি গড়েছিলেন বাশার-নাফিস।