লাকি গ্রাউন্ডেই মমিনুলের অপেক্ষার অবসান

ছবি:

টেস্ট ক্যারিয়ারে পাঁচটি সেঞ্চুরির মালিক বনে গেছেন টাইগারদের নির্ভরযোগ্য ব্যাটসম্যান মমিনুল হক। বুধবার শ্রীলংকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নামার আগে ৪টি টেস্ট সেঞ্চুরির মালিক ছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।
কিন্তু প্রথম দিন দ্বিতীয় সেশনেই লঙ্কান বোলারদের নাকানি চুবানি খাইয়ে তুলে নেন টেস্ট ক্যারিয়ারে পঞ্চম সেঞ্চুরি। চট্টগ্রামের মাঠে এটি তার চতুর্থ সেঞ্চুরি। মাত্র একটি সেঞ্চুরি রয়েছে মিরপুরের হোম অফ ক্রিকেটে।
এদিকে তার শেষ শতকটিও এসেছিলো এই চিটাগং এর মাটিতেই, সেই ২০১৪ সালে। টেস্ট ক্যারিয়ারের সেরা ইনিংসটিও তিনি খেলেছেন এই মাঠে। এদিকে চট্টগ্রামের মাঠে চতুর্থ সেঞ্চুরি হাকানোর পাশাপাশি আরও একটি মাইলফলক নিজের করে নিয়েছেন মমিনুল।
এদিন মাত্র ৯৬ বলে সেঞ্চুরি হাঁকিয়ে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এছাড়াও নিজের গড়া ৯৮ বলের সেঞ্চুরিকে পেছনে ফেলেছেন তিনি। টাইগারদের হয়ে টেস্টে দ্রুততম সেঞ্চুরি হাঁকানো ব্যাটসম্যান ওপেনার তামিম ইকবাল। ২০১০ সালে ইংলিশদের বিপক্ষে ৯৪ বলে সেঞ্চুরি হাঁকান টাইগার ওপেনার।

চট্রগামের মাঠে মমিনুল হকের সেঞ্চুরি গুলো...
১৮১ বনাম নিউজিল্যান্ড (ক্যারিয়ার সেরা ইনিংস)
১০০* বনাম শ্রীলংকা
১৩১* বনাম জিম্বাবুয়ে
১৩৫* বনাম শ্রীলংকা ( চলমান)