promotional_ad

বাংলাদেশকে প্রচ্ছন্ন হুমকি হাথুরুসিংহের

promotional_ad

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে মাঠে নামার আগে অনেকটা প্রচ্ছন্ন হুমকিই দিয়ে রেখেছেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে। 




এখন পর্যন্ত বাংলাদেশের মাটিতে মোট ৬টি টেস্টের ৫টিতেই জয় পেয়েছে শ্রীলঙ্কা। আর মাত্র ১টিতে ড্র হয়েছে। আর এই কারণেই টাইগারদের বিপক্ষে খেলার আগে যথেষ্ট  আত্মবিশ্বাসী কোচ হাথুরু।





promotional_ad

ওয়ানডে স্কোয়াড থেকে টেস্টের দলটি আরো অনেক বেশি শক্তিশালী বলেও দাবি তার। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহে বলেন, 'বাংলাদেশের মাটিতে আমাদের রেকর্ড অনেক ভালো। সুতরাং আমরা সেখান থেকে আত্মবিশ্বাস পাচ্ছি ভালো খেলার।'




তবে বাংলাদেশকে সমীহও করেছেন হাথুরু। টেস্ট সিরিজটি চ্যালেঞ্জিং হবে জানিয়ে তিনি বলেছেন, 'বাংলাদেশও সম্প্রতি দারুণ ক্রিকেট খেলছে, তাই সিরিজটি চ্যালেঞ্জিং হবে। আমরা সেদিক থেকেই চিন্তা করছি, তবে আমরা আমাদের শক্তিমত্তা দিয়েই খেলবো।'





এদিকে হাথুরু সরাসরি নিজেদের শক্তিমত্তার বিষয়টি উল্লেখ করলেও এক্ষেত্রে যথেষ্ট সংযত ছিলেন লঙ্কান অধিনায়ক দীনেশ চান্ডিমাল। সিরিজে যে দল ভালো খেলবে তারাই সাফল্য পাবে বলে মনে করেন তিনি। পাশাপাশি দুর্দান্ত একটি সিরিজের অপেক্ষাতেও রয়েছেন তিনি। চান্ডিমাল বলেন, 




'এটি একটি নতুন সিরিজ এবং নতুন ফরম্যাট। আমাদের স্কোয়াডে রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরার মতো কিছু অভিজ্ঞ বোলার আছে। সুতরাং এটি একটু দুর্দান্ত সিরিজ হবে দুই দলের জন্যই।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball