promotional_ad

রাবাদার কাছে শীর্ষস্থান হারালেন অ্যান্ডারসন

promotional_ad

সোমবার কেপটাউন টেস্টে ভারতের বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছিলো স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্ট জয়ের পেছনে প্রোটিয়াদের জয়ের নায়ক ছিলেন পেসার ভারনন ফিলান্ডার।


দুই ইনিংস মিলে একাই নিয়েছেন ৮ উইকেট। তবে ফিলান্ডার ৮ উইকেট নিয়ে জয়ের নায়ক হলেও এই ম্যাচের দুই ইনিংস মিলে ৫ উইকেট নিয়ে ক্যারিয়ারে বড় একটি মাইলফলক স্পর্শ করেছেন আরেক প্রোটিয়া পেসার কাগিসো রাবাদা।


সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টেস্টে দুই ইনিংস মিলে ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন নিয়েছেন মাত্র একটি উইকেট। বল হাতে ভালো পারফর্ম করতে না পারায় ৫ রেটিং পয়েন্ট হারাতে হয়েছে তাকে। 


আর কেপটাউন টেস্টে ভালো পারফর্ম করায় ৫ রেটিং পয়েন্ট পেয়েছেন রাবাদা। রাবাদা পয়েন্ট অর্জন করায় এবং অ্যান্ডারসন পয়েন্ট হারানোর ফলে আইসিসির টেস্ট বোলার র‍্যাঙ্কিংয়ে এক নম্বরে উঠে এসেছেন পেসার রাবাদা।


ক্যারিয়ার সর্বোচ্চ ৮৮৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে উঠেছেন রাবাদা। ১ পয়েন্ট পিছিয়ে থেকে দুইয়ে অ্যান্ডারসন। র‍্যাঙ্কিংয়ের এক নম্বর পজিশন নিজের করে নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই পেসার। তিনি জানান,


“বিশ্বের এক নম্বর টেস্ট বোলার হওয়াটা বিশেষ কিছু। অবিশ্বাস্য এক অনুভূতি এটি। খেলা শুরুর সময় লোকে এমন কিছুর স্বপ্নই দেখে। ক্রিকেট দিনশেষে দলীয় খেলা।


সতীর্থদের সমর্থনে আমি কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে বছরটি শুরু হলো দারুণভাবে। আশা করি, এমন ম্যাচ জেতানো পারফরম্যান্স ধরে রাখতে পারব।”  


অন্যদিকে কেপটাউন টেস্ট জয়ের নায়ক আরেক প্রোটিয়া পেসার ভারনন ফিলান্ডার এগিয়েছেন ৬ ধাপ। বর্তমানে র‍্যাঙ্কিংয়ের ৬ নম্বর পজিশনে আছেন এই ডানহাতি পেসার। আর ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে আছেন অজি অধিনায়ক স্টিভ স্মিথ।


৯৪৭ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে আছেন তিনি। সিডনি টেস্টে ৮৩ রান করলেও বাড়েনি তার রেটিং পয়েন্ট। কেপ টাউন টেস্টের ব্যর্থতায় দুই থেকে তিনে নেমেছেন বিরাট কোহলি। দুই ধাপ এগিয়ে দুইয়ে উঠেছেন জো রুট।


দুই ধাপ পিছিয়ে চেতেশ্বর পুজারা নেমেছেন পাঁচে। এছাড়াও অলরাউন্ডারদের মধ্যে র‌্যাঙ্কিংয়ে আগের মতোই সবার উপরে আছেন টাইগারদের টেস্ট দলপতি সাকিব আল হাসান।


শীর্ষ ১০ টেস্ট বোলারঃ


১. কাগিসো রাবাদা


২. জিমি অ্যান্ডারসন



promotional_ad

৩. রবীন্দ্র জাদেজা


৪. রবিচন্দ্র অশ্বিন


৫. জশ হ্যাজেলউড


৬. ভার্নন ফিল্যান্ডার


৭. রঙ্গনা হেরাথ


৮. নেইল ওয়েগনার


৯. মিচেল স্টার্ক


১০. নাথান লায়ন


শীর্ষ ১০ টেস্ট ব্যাটসম্যানঃ


১. স্টিভ স্মিথ


২. জো রুট


৩. ভিরাট কোহলি


৪. কেন উইলিয়ামসন



৫. চেতেশ্বর পুজারা


৬. ডেভিড ওয়ার্নার


৭. আজহার আলী


৮. দীনেশ চান্দিমাল


৯. অ্যালিস্টার কুক


১০. হাশিম আমলা


শীর্ষ ৫ টেস্ট অলরাউন্ডারঃ


১. সাকিব আল হাসান


২. রবীন্দ্র জাদেজা


৩. রবিচন্দ্রন অশ্বিন


৪. বেন স্টোকস


৫. ভারনন ফিলান্ডার



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball