promotional_ad

সিডনিতে মুখোমুখি থান্ডার-স্ট্রাইকার্স

promotional_ad

বিগ ব্যাশের ফিরতি লেগের ম্যাচে রবিবার দিনের এক মাত্র খেলায় মাঠে নামছে সিডনি থান্ডার এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স। বাংলাদেশ সময় বেলা সোয়া দুইটায় শুরু হবে ম্যাচটি।


চলতি বিগ ব্যাশের মৌসুমে এর আগেও মুখোমুখি হয়েছিল দু'দল। সেবার শেষ হাসি হেসেছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সরা। শেষ বারের দেখায় থান্ডারদের ৫৩ রানে হারিয়েছিল স্ট্রাইকার্সরা।


এর আগের দেখায় স্ট্রাইকার্সদের কাছে হেরে গেলেও আজকের ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে শেন ওয়াটসনের থান্ডাররা। জস বাটলার-ওয়াটসনরা চাইবেন পুরনো হারের বদলা নিয়ে টেবিলে নিজেদের জায়গাটা শক্ত করতে। 



promotional_ad

আজ জিতলে থান্ডারদের সামনে সুযোগ থাকছে টেবিলের চতুর্থ স্থানে উঠে আসার। ৪ পয়েন্ট নিয়ে থান্ডাররা অবস্থান করছে পঞ্চম স্থানে। অন্যদিকে তিন ম্যাচ জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে আছে স্ট্রাইকার্সরা।


আর আজকের ম্যাচে থান্ডারদের হারালে টেবিলের তৃতীয় স্থানে উঠে আসার সুযোগ থাকছে তাদের সামনে। তাই থান্ডারদের কোন প্রকার ছাড় দিতে চাইবেনা ট্রাভিস হেড-রশিদ খানরা।


অ্যাডিলেড স্ট্রাইকার্স স্কোয়াডঃ অ্যালেক্স ক্যারি, জেক ওয়েদারল্যান্ড, ট্র্যাভিস হেড, কলিন ইনগ্রাম, জনাথন ওয়েলস, জেক লেহম্যান, মাইকেল নেসার, রশিদ খান, পিটার সিডল, বেন লাফলিন, বিলি স্ট্যানলেকি, ওয়েস এগার, জনাথন ডিন, মাইকেল করমাক, ড্যানিয়েল ড্রিউ, ডেভিড গ্রান্ট, লিয়াম ও কনর, নিক উইন্টার



সিডনি থান্ডার স্কোয়াডঃ কুরটিস প্যাটারসন, জস বাটলার, শেন ওয়াটসন, কেলাম ফার্গুসন, বেন রোহেরার, অর্জুন নাইয়ার, রায়ান গিবসন, ক্রিস গ্রিন, গুরিন্দার সন্ধু, মিচেল ম্যাকলেনেঘান, ফাওয়াদ আহমেদ, এইডেন ব্লিজার্ড, লিয়াম হ্যাচার, অ্যান্ড্রু ফেকেট, জয় লেনটন, কেরোড হোয়াইট, আলিস্টার ম্যাকডারমট, জেক ডরান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball