promotional_ad

জানুয়ারির শুরুতেই দল ঘোষণা

promotional_ad

আসন্ন ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকার বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজকে সামনে রেখে বুধবার থেকে শুরু হয়েছে টাইগারদের প্রস্তুতি ক্যাম্প। প্রাথমিক দলে থাকা ৩২ জন ক্রিকেটার অংশ নিচ্ছেন এই ক্যাম্পে। 


বুধবার থেকে শুরু হওয়া এই ক্যাম্পের প্রথম দিন ব্লিপ টেস্ট দিয়েছেন মোট ২৮ ক্রিকেটার। যেখানে সবাইকে ছাড়িয়ে গিয়েছেন তরুন ক্রিকেটার নাজমুল হোসেন শান্ত।  


এদিকে প্রাথমিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাদের নিয়েই ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলংকা সিরিজের জন্য দল ঘোষণা করা হবে। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।



promotional_ad

দল ঘোষণা কবে করা হবে সেটা নিয়েও কথা বলেন তিনি। তাঁর ভাষ্যমতে আগামী ২ বা ৩ জানুয়ারি জাতীয় দল ঘোষণা করা হবে।  নান্নু বলেন, ‘জাতীয় দলের ক্যাম্প গতকাল শুরু হয়েছে।


আমরা যদি ২-৩ জানুয়ারি জাতীয় দল যেটা ত্রিদেশীয় সিরিজ খেলবে সেটা ঘোষণা করে দিতে পারি, তারপর বিসিএল হবে। আমাদের যারা টেস্ট খেলবে তারাও খেলতে পারে বিসিএলে।’


আর ত্রিদেশীয় সিরিজের দল নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘যেহেতু একটা ত্রিদেশীয় সিরিজ খেলবে এখানে সেরা দলটাই করা হবে। সেটা মাথায় রেখেই কাজ করছি। যারা সেরা ফর্মে থাকবে এবং গুরুত্বপূর্ণ খেলোয়াড় যারা আছে তারাই ত্রিদেশীয় সিরিজ খেলবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball