যদিও যুক্তরাষ্ট্রের হয়ে এখনও কোনো ম্যাচে খেলা হয়নি তার। যুক্তরাষ্ট্র দলে আছেন এমন আরেকজন ক্রিকেটার। তিনি ২৯ বছর বয়সী লেগ স্পিনার মোহাম্মদ মহসিন। পেশোয়ারে জন্ম নেয়া এই ক্রিকেটারও এখনো কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেননি যুক্তরাষ্ট্রের হয়ে।
স্কোয়াডে আছেন পুনেতে জন্ম নেয়া ব্যাটার শুভম রঞ্জনে। তিনি যুক্তরাষ্ট্রের হয়ে চারটি ওয়ানডে খেললেও এখনো টি-টোয়েন্টি আন্তর্জাতিক অভিষেক হয়নি। শুভম রঞ্জনে হলেন ভারতের সাবেক মিডিয়াম পেসার বাসন্ত রঞ্জনের নাতি। বাসন্ত রঞ্জনে ১৯৫৮ থেকে ১৯৬৪ সালের মধ্যে ভারতের হয়ে সাতটি টেস্ট ম্যাচ খেলেছিলেন।
এই দলে রয়েছেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে সুপার এইটে খেলা ১০ জন ক্রিকেটার। সেই আসরে যুক্তরাষ্ট্রের হয়ে সর্বোচ্চ রানসংগ্রাহক অ্যান্ড্রিস গাউস, সর্বোচ্চ উইকেটশিকারি সৌরভ নেত্রাভালকার এবং অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল। তবে দলে নেই তারকা ব্যাটার অ্যারন জোন্স।
আইসিসি ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের দুর্নীতিবিরোধী বিধি ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে সবধরনের ক্রিকেট থেকে সাময়িক নিষিদ্ধ রয়েছেন তিনি। বর্তমানে আইসিসির নিষেধাজ্ঞার আওতায় রয়েছে ইউএসএ ক্রিকেট বোর্ড। এই পরিস্থিতিতে প্রধান কোচ পুবুদু দাসানায়েকের নেতৃত্বে একটি প্যানেল এই স্কোয়াড নির্বাচন করেছে।
নির্বাচন প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেছেন যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) নিযুক্ত একজন কমপ্লায়েন্স কর্মকর্তা। ‘এ’ গ্রুপে যুক্তরাষ্ট্রের সঙ্গী পাকিস্তান, নামিবিয়া, নেদারল্যান্ডস ও বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ৭ ফেব্রুয়ারি মুম্বাইয়ে সহ–আয়োজক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে যুক্তরাষ্ট্র।
এরপর ১০ ফেব্রুয়ারি কলম্বোতে খেলবে পাকিস্তানের বিপক্ষে। ২০২৪ বিশ্বকাপে এই পাকিস্তানকে হারিয়েই বড় চমক নিয়ে হাজির হয়েছিল যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ চেন্নাইয়ে, নেদারল্যান্ডসের বিপক্ষে ১৩ ফেব্রুয়ারি এবং নামিবিয়ার বিপক্ষে ১৫ ফেব্রুয়ারি।
যুক্তরাষ্ট্রের স্কোয়াড-
মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), জাসদীপ সিং, অ্যান্ড্রিস গাউস, শেহান জয়াসুরিয়া, মিলিন্দ কুমার, শায়ান জাহাঙ্গীর, সাইতেজা মুক্কামালা, সঞ্জয় কৃষ্ণামূর্তি, হারমিত সিং, নস্তুশ কেনজিগে, শ্যাডলি ভ্যান শালকউইক, সৌরভ নেত্রাভালকার, আলী খান, মোহাম্মদ মহসিন ও শুভম রঞ্জনে।