আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়ায় নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আইসিসিকে অনুরোধ করে বাংলাদেশ। কয়েকবার চিঠি দেয়ার পর দুই দফায় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বৈঠকও করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও তাদের অনুরোধ মেনে নেয়নি আইসিসি। বরং বাংলাদেশকে তাদের অবস্থান পুনর্বিবেচনার পরামর্শ দেয়া হয়।
নিরাপত্তা ঝুঁকি থাকায় নিজেদের অবস্থান থেকে একটুও সরেনি বাংলাদেশ। পরবর্তীতে বোর্ড সভা ডেকে ভোটের ব্যবস্থা করে আইসিসি। সেখানে শুধুমাত্র পাকিস্তান বাংলাদেশের পক্ষে ভোট দেয়। বাকিগুলো দেশই আমিনুল ইসলাম বুলবুলের দাবির সঙ্গে একমত পোষণ করেনি। এমন অবস্থায় বাংলাদেশকে বিশ্বকাপ থেকেই বাদ দেয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
বাংলাদেশের বাদ পড়া নিয়ে উইজডেন ক্রিকেট উইকলি পডকাস্টে বুচার বলেন, ‘আমার মনে হয়, এটাই (বাংলাদেশকে বাদ দেওয়া) এমন একটা দৃষ্টান্ত, যেটা অনুসরণ করা যেতে পারে। কোনো দল, সরকারি সিদ্ধান্তে হোক বা নিজেদের কারণে হোক, যদি নিরাপত্তা বা অন্য কোনো কারণে কোনো দেশে গিয়ে খেলতে না চায়, তাহলে তাদের বাদ দেওয়া উচিত। পরের দল সুযোগ পাবে, আর টুর্নামেন্ট চলবে তাদের ছাড়া। আমার মনে হয়, এটাই হওয়া উচিত অনুসরণযোগ্য নজির।’
বাংলাদেশ বারংবার নিরাপত্তা ঝুঁকির কথা বললেও সেটা গায়ে লাগায়নি আইসিসি। কয়েকবার মিটিং করলেও বাস্তবিক অর্থে বাংলাদেশের সমস্যা নিয়ে সেভাবে চিন্তা করেনি তারা। বরং মুস্তাফিজের ঘটনাকে স্রেফ উড়িয়ে দিয়েছে নিরাপত্তা ইস্যুতে। স্বাভাবিকভাবেই বাংলাদেশ সরকার লিটন দাসদের ভারতে যাওয়ার জন্য সরকারি নির্দেশ (জিও) দেয়নি। যার ফলে সরাসরি সুযোগ পেয়েও বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।
ইংল্যান্ডের হয় ৭১ টেস্ট খেলা বুচার মনে করেন, কোথায় গিয়ে খেলতে যদি কারও সমস্যা হয় তাহলে উচিত নিজে থেকে সরে যাওয়া এবং তাদের জায়গায় অন্য কাউকে সুযোগ করে দেয়া। এটাকেই সামনে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হিসেবে দেখছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার। বুচার বলেন, ‘এটা ভয়ংকর এক বিশৃঙ্খল অবস্থা।’
‘আমি মনে করি, এগিয়ে যাওয়ার একমাত্র সঠিক উপায় হলো—যদি কোনো কারণে আপনি সমস্যার কারণ হন কিংবা টুর্নামেন্ট কোথায় হচ্ছে বা কে পরিচালনা করছে, অথবা অন্য যেকোনো বিষয় নিয়ে আপনার সমস্যা থাকে—তাহলে দায়িত্বটা আপনার। হয় আপনি যাবেন, খেলবেন, যেমনটা অনেক দেশই করেছে, নিজেদের নিরাপত্তাব্যবস্থা ঠিক করে বিভিন্ন দেশে গিয়ে খেলেছে। কিংবা আপনি সরে যান এবং অন্য কেউ খেলুক। আমি মনে করি, এটাই সামনে এগোনোর একমাত্র ন্যায্য উপায়।’