গ্রিভসের ডাবল সেঞ্চুরি ও রোচের অবিশ্বাস্য লড়াইয়ে উইন্ডিজের ড্র

নিউজিল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
গ্রিভসের ডাবল সেঞ্চুরি ও রোচের অবিশ্বাস্য লড়াইয়ে উইন্ডিজের ড্র
জাস্টিন গ্রিভস ও কেমার রোচের ৪১০ বলে অবিচ্ছিন্ন ১৮০ রানের জুটিতে ড্র করেছে ওয়েস্ট ইন্ডিজ
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
৭২ রানে ৪ উইকেট হারানোর পর ধ্বংসস্তূপে দাঁড়িয়ে চোয়ালবদ্ধ লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের প্রতিরোধটা গড়েছিলেন শাই হোপ ও জাস্টিন গ্রিভস। কাজটা সহজ না হলেও তাদের ব্যাটেই স্বপ্ন দেখতে শুরু করেছিলেন ক্যারিবীয় সমর্থকরা। সেঞ্চুরি পাওয়া হোপ ক্রাইস্টচার্চ টেস্টের পঞ্চম দিনে খুব বেশি দূরে এগোতে পারলেন না। গ্রিভসের সঙ্গে ১৯৬ রানের জুটি ভাঙতেই আবারও ওয়েস্ট ইন্ডিজকে চোখ রাঙানি দিতে থাকে হার। টেভিন ইমালচও ফিরলেন দ্রুতই।

তখন ওয়েস্ট ইন্ডিজের আশার প্রদীপ হয়ে দাঁড়িয়ে আছেন কেবল গ্রিভস, সঙ্গী কেমার রোচ। দিনের খেলা তখনো প্রায় ৭০ ওভার বাকি। সফরকারীদের হারটা তখন প্রায় নিশ্চিতই। তবে ক্রাইস্টচার্চে অবিশ্বাস্য এক গল্প লিখলেন তারা দুজন। ম্যাট হেনরি, জাকারি ফকস, জ্যাকব ডাফির সঙ্গে মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্রর স্পিনটাও সামলালেন দারুণভাবে। গ্রিভস সেঞ্চুরি করলেন, রোচও পঞ্চাশ ছুঁয়ে ফেললেন। কাজটা তখনো শেষ হয়ে যায়নি।

জিততে না পারলেও ড্র করতে তৃতীয় সেশনের পুরোটা সময় ব্যাটিং করতে হতো গ্র্রিভস ও রোচের। অধিনায়ক টম লাথাম বারংবার বোলিং পরিবর্তন করে চেষ্টা করলেন তাদের দুজনকে থামানোর। তবে তাদের থামানোর উপায় খুঁজে বের করতে পারলেন না। চোয়ালবদ্ধ লড়াইয়ে ডাবল সেঞ্চুরি করলেন গ্রিভস, ৫৮ রানে অপরাজিত থাকলেন রোচ। ৪১০ বলে অবিচ্ছিন্ন ১৮০ রানের ম্যারাথন জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের সমান এক ড্র এনে দিলেন রোচ ও গ্রিভস। ৫৩১ রানের অসম্ভব লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ৪৫৭ রান তুলে ম্যাচ ড্র করেছে সফরকারীরা।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ