তখন ওয়েস্ট ইন্ডিজের আশার প্রদীপ হয়ে দাঁড়িয়ে আছেন কেবল গ্রিভস, সঙ্গী কেমার রোচ। দিনের খেলা তখনো প্রায় ৭০ ওভার বাকি। সফরকারীদের হারটা তখন প্রায় নিশ্চিতই। তবে ক্রাইস্টচার্চে অবিশ্বাস্য এক গল্প লিখলেন তারা দুজন। ম্যাট হেনরি, জাকারি ফকস, জ্যাকব ডাফির সঙ্গে মাইকেল ব্রেসওয়েল ও রাচিন রবীন্দ্রর স্পিনটাও সামলালেন দারুণভাবে। গ্রিভস সেঞ্চুরি করলেন, রোচও পঞ্চাশ ছুঁয়ে ফেললেন। কাজটা তখনো শেষ হয়ে যায়নি।
জিততে না পারলেও ড্র করতে তৃতীয় সেশনের পুরোটা সময় ব্যাটিং করতে হতো গ্র্রিভস ও রোচের। অধিনায়ক টম লাথাম বারংবার বোলিং পরিবর্তন করে চেষ্টা করলেন তাদের দুজনকে থামানোর। তবে তাদের থামানোর উপায় খুঁজে বের করতে পারলেন না। চোয়ালবদ্ধ লড়াইয়ে ডাবল সেঞ্চুরি করলেন গ্রিভস, ৫৮ রানে অপরাজিত থাকলেন রোচ। ৪১০ বলে অবিচ্ছিন্ন ১৮০ রানের ম্যারাথন জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে জয়ের সমান এক ড্র এনে দিলেন রোচ ও গ্রিভস। ৫৩১ রানের অসম্ভব লক্ষ্য তাড়ায় ৬ উইকেটে ৪৫৭ রান তুলে ম্যাচ ড্র করেছে সফরকারীরা।
বিস্তারিত আসছে...