পার্থের লাইলাক হিল মাঠে প্রস্তুতি ম্যাচে শুক্রবার চার ওভারের দুটি স্পেল করার পর বাম হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করে মাঠ ছাড়েন উড। এরপরই তাকে স্ক্যান করানো হয় এবং অপেক্ষা শুরু হয় রিপোর্টের।
গতিময় এই পেসারকে নিয়ে প্রত্যাশা থাকায় তার চোট দলকে চাপের মুখে ফেলতে পারত। তবে ইংল্যান্ডের বোর্ড জানায়, স্ক্যানে কোনো সমস্যাই পাওয়া যায়নি। তবে চোটপ্রবণ উডকে নিয়ে ইংল্যান্ড সতর্ক।
তাই প্রস্তুতি ম্যাচে তাকে আর মাঠে নামানো হবে না। যদিও দলের সঙ্গে নিয়মিত অনুশীলন চালিয়ে যাবেন তিনি। পরীক্ষার আগেই সেরা অবস্থা ধরে রাখতে এই সতর্কতামূলক সিদ্ধান্ত।
ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়নস ট্রফিতে হাঁটুর চোট পাওয়ার পর আর কোনো ক্রিকেট খেলেননি উড। ইংলিশ গ্রীষ্মেও মাঠে নামা হয়নি তার। ভারতের বিপক্ষে একটি টেস্টে তাকে খেলানোর পরিকল্পনা থাকলেও শেষে খেলানো হয়নি। দীর্ঘদিন ধরে চোটে ভোগা এই পেসারকে ব্যবহারে সতর্কতা মূলত অ্যাশেজকে কেন্দ্র করেই।
৩৬ বছর ছুঁইছুঁই উডের ক্যারিয়ারের শেষ অ্যাশেজ সিরিজও হতে পারে এটি। তাই তাকে সম্পূর্ণ প্রস্তুত রেখেই সিরিজে নামাতে চায় ইংল্যান্ড। এদিকে অসুস্থতা কাটিয়ে প্রস্তুতি ম্যাচের মাঝপথে মাঠে ফিরেছেন পেসার ব্রাইডন কার্স। এতে প্রথম টেস্টের আগে পেস আক্রমণ আরো শক্তিশালী হয়েছে ইংল্যান্ডের।