সিডনি ক্রিকেট গ্রাউন্ডে জয়ের জন্য ২৩৭ রানের লক্ষ্য তাড়ায় ভারতকে দারুণ শুরু এনে দেন শুভমান গিল ও রোহিত। ইনিংসের প্রথম বল থেকেই দেখেশুনে খেলছিলেন তারা দুজন। তবে বাজে বল পেলেই সেটা থেকে বাউন্ডারি আদায় করে নিয়েছেন দারুণভাবে। তাদের দুজনের সাবধানী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে ৬৮ রান তোলে ভারত। পাওয়ার প্লে শেষ হতেই জুটি ভাঙে গিল ও রোহিতের। ইনিংসের ১১তম ওভারে গিলকে ফিরিয়ে জুটি ভাঙেন জশ হ্যাজেলউড।
ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে এজ হয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন গিল। ভারতের অধিনায়ক আউট হয়েছেন ২৪ রানে। তিন নম্বরে ব্যাটিংয়ে এসে প্রথম বলেই সিঙ্গেল নেন কোহলি। টানা দুই ম্যাচেই ডাক মারা ডানহাতি ব্যাটার রান পেতেই গ্যালারিতে চিৎকার করতে থাকেন সমর্থকরা। পরবর্তীতে একটু একটু করে নিজেকে গুছিয়ে নিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে দাপট দেখাতে থাকেন কোহলি। অন্যপ্রান্ত সাবধানী ব্যাটিংয়ে স্বাগতিকদের চাপ বাড়াতে থাকেন রোহিতও।
নাথান এলিসের ফুলার লেংথ ডেলিভারিতে সিঙ্গেল নিয়ে ৬৩ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারতের সাবেক অধিনায়ক। পঞ্চাশ ছোঁয়ার পর দ্রুত রান তুলতে থাকেন রোহিত। পাশাপাশি হাফ সেঞ্চুরির পথে হাঁটেন কোহলিও। পার্থ ও অ্যাডিলেডে শূন্য রানে আউট হওয়ার পর সিডনিতে কুপার কনোলির বলে সিঙ্গেল নিয়ে ওয়ানডেতে ৭৫তম হাফ সেঞ্চুরি করেন ডানহাতি এই ব্যাটার। ৫৬ বলে পঞ্চাশ ছুঁয়েছেন তিনি। পরের আরেকটি সিঙ্গেল নিয়ে জুটির সেঞ্চুরি পূরণ করেন রোহিত।
ওয়ানডেতে ১৯তম সেঞ্চুরির জুটি গড়লেন রোহিত ও কোহলি। একটু পর কনোলির বলে সিঙ্গেল নিয়ে কুমার সাঙ্গাকারাকে ছাড়িয়ে যান কোহলি। ৩৮০ ইনিংসে ১৪ হাজার ২৩৪ রান করেছেন সাঙ্গাকারা। শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটারকে কোহলি ছাড়িয়ে গেছেন ২৯৩ ইনিংসে। ওয়ানডেতে কোহলির চেয়ে বেশি রান আছে কেবল শচীন টেন্ডুলকারের। ৪৫২ ইনিংসে ১৮ হাজার ৪২৬ রান করেছেন সাবেক ভারতীয় গ্রেট। পরের ওভারে সেঞ্চুরি করেন রোহিত। অ্যাডাম জাম্পার বলে সিঙ্গেল নিয়ে ১০৫ বলে সেঞ্চুরি করেছেন তিনি।
তিন সংস্করণ মিলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯টি সেঞ্চুরি করেছেন ভারতের সাবেক অধিনায়ক। যার ৬টিই করেছেন অস্ট্রেলিয়ার মাটিতে। সেঞ্চুরির পর দ্রুত রান তুলেছেন রোহিত। একই পথে হাঁটেন কোহলিও। ওয়ানডে ক্যারিয়ারে ১২ বার রোহিত ও কোহলি মিলে দেড়শ ছোঁয়া জুটি গড়েছেন। সমান দেড়শ ছোঁয়া জুটি আছে টেন্ডুলকার ও সৌরভ গাঙ্গুলির। শেষ পর্যন্ত এলিসের বলে থার্ডম্যান দিয়ে চার মেরে ভারতের ৯ উইকেট জয় নিশ্চিত করেন কোহলি। তিনি অপরাজিত ছিলেন ৭৪ রানে। সেঞ্চুরি করা রোহিত ১২১ রানে অপরাজিত ছিলেন।
এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে ২৩৬ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। একটা সময় ১৮৩ রানে ৩ উইকেট ছিল স্বাগতিকদের। তবে আচমকা ব্যাটিং ধসে দুইশ পেরিয়ে থামে তারা। অজিদের হয়ে সর্বোচ্চ ৫৬ রানের ইনিংস খেলেছেন ম্যাট রেনশ। এ ছাড়া মিচেল মার্শ ৪১, ম্যাথু শর্ট ৩০ ও অ্যালেক্স ক্যারি ২৪ রান করেছেন। ভারতের হয়ে ৩৯ রানে ৪ উইকেট নিয়েছেন পেসার হার্শিত রানা। দুইটি উইকেট পেয়েছেন ওয়াশিংটন সুন্দর।