অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে প্রস্তুত রুট

আন্তর্জাতিক
অস্ট্রেলিয়ায় সেঞ্চুরি করতে প্রস্তুত রুট
জো রুট, ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সবশেষ ভারত সিরিজে ব্যাটে হাতে দারুণ ছন্দে ছিলেন জো রুট। টেস্ট ক্যারিয়ারে ৩৯ সেঞ্চুরি করা ডানহাতি ব্যাটার ছাড়িয়ে গেছেন কুমার সাঙ্গাকারা, স্টিভ স্মিথ, রাহুল দ্রাবিড়, সুনীল গাভাস্কারের মতো ক্রিকেটারদের। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রান করা ব্যাটারের তালিকাতেও নিজেকে নিয়ে গেছেন অনন্য ‍উচ্চতায়। রুটের উপরে আছেন কেবল ভারতের গ্রেট শচীন টেন্ডুলকার। সাদা পোশাকের ক্রিকেটে এত সাফল্য থাকলেও এখনো অস্ট্রেলিয়াতে সেঞ্চুরি পাওয়া হয়নি রুটের। তবে আগামী অ্যাশেজে সেঞ্চুরি করতে প্রস্তুত আছেন বলে জানিয়েছেন ডানহাতি এই ব্যাটার।

২০১৩-১৪ মৌসুমে প্রথমবার অ্যাশেজ খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন রুট। পরবর্তীতে ২০১৭-১৮ মৌসুম ও সবশেষ ২০২১-২২ মৌসুমে অস্ট্রেলিয়ায় টেস্ট খেলেছেন ডানহাতি এই ব্যাটার। অস্ট্রেলিয়ার মাটিতে এখনো পর্যন্ত ১৪ টেস্টের ২৭ ইনিংসে ৩৫.৬৮ গড়ে করেছেন ৮৯২ রান করেছেন তিনি। ৯ টা হাফসেঞ্চুরি থাকলেও সেঞ্চুরি নেই তাঁর। সবশেষ সফরে ব্রিসবেনে খেলেছিলেন সর্বোচ্চ ৮৯ রানের ইনিংস।

অথচ দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি সেঞ্চুরি আছে রুটের। এবার অস্ট্রেলিয়ার মাটিতে সেঞ্চুরি খরা কাটানোর সুযোগ থাকছে তারকা ব্যাটারের সামনে। রুট নিজেও মনে করেন, তিনি সেটার জন্য প্রস্তুত আছেন। স্কাই স্পোর্টসের সঙ্গে আলাপকালে রুট বলেন, ‘আমি এর (অস্ট্রেলিয়ায় টেস্ট সেঞ্চুরি) জন্য প্রস্তুত। বড় সিরিজগুলোয় যে কেউ খেলতে চায় এবং অবদান রাখতে চায়।’

সবশেষ অ্যাশেজের পরই ইংল্যান্ডের নেতৃত্ব হারান রুট। অধিনায়কত্ব যাওয়ার পর থেকেই ব্যাট হাতে ছন্দে আছেন ডানহাতি এই ব্যাটার। ২০২১ সালে টেস্টে ১ হাজার ৭০৮ রান করেছিলেন তিনি। সেই বছরে দুইয়ে থাকা রোহিত শর্মা করেছিলেন ৯০৮ রান। পরের বছর অর্থাৎ ২০২২ সালে ২৭ ইনিংসে করেছিলেন ১ হাজার ৯৮ রান। এ ছাড়া ২০২৩ সালে ১৪ ইনিংসে ৭৮৭ ও ২০২৪ সালে ৩১ ইনিংসে করেছিলেন ১ হাজার ৫৫৬ রান।

চলতি বছরেও ব্যাটিংয়ে ভালো করছেন ডানহাতি এই ব্যাটার। ১০ ইনিংসে করেছেন ৫৭১ রান। ধারাবাহিকভাবে রান করে দ্রাবিড়, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক হয়েছেন রুট। বর্তমানে নেতৃত্বের চাপ না থাকায় স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করছেন তিনি। যার ফলে নিয়মিত রানও পাচ্ছেন ইংলিশ এই ব্যাটার। রুট নিজেও মনে করেন, বর্তমানে তিনি আরও অভিজ্ঞ এবং ভিন্ন অবস্থায় আছেন।

রুট বলেন, ‘সবশেষ যখন সেখানে (অস্ট্রেলিয়ায়) গিয়েছিলাম, তখনকার চেয়ে এখন নিজেকে ভিন্ন অবস্থায় মনে হচ্ছে। অধিনায়কত্বের দায়িত্ব কাঁধে নেই এবং এখন আমি আরও বেশি অভিজ্ঞ। গত কয়েকটি বছর আমার খুব ভালো কেটেছে এবং এখন ব্যাটসম্যান ও সিনিয়র ক্রিকেটার হিসেবে গত সফরগুলো থেকে আমি ভালো শিক্ষা পেয়েছি।’

আরো পড়ুন: জো রুট