বিসিবি নির্বাচনে ততটুকুই হস্তক্ষেপ করব, যতটুকু আমাদের আওতাধীন: আসিফ

আন্তর্জাতিক
বিসিবি নির্বাচনে ততটুকুই হস্তক্ষেপ করব, যতটুকু আমাদের আওতাধীন: আসিফ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী ৪ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে সামনে রেখে হু*মকি পাওয়ার অভিযোগ করেছেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। যেহেতু তিনি হু*মকি পেয়েছেন সেক্ষেত্রে আসন্ন বিসিবি নির্বাচনে কিছুটা হস্তক্ষেপ করবে যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়। তবে সেটা নিয়ম ঠিক রেখেই। এমনটা জানিয়েছেন খোদ যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া।

সম্প্রতি বুলবুল জানান, অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে বলা হয়েছিল, “নির্বাচন না করলে হয় না?”। ২–৩ দিন আগে এই ফোন আসে বলে বুলবুল জানিয়েছেন। এ পরিস্থিতিতে বুলবুলের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি বন্দুকধারী নিয়োগের জন্য বিসিবি প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর স্বাক্ষরিত একটি চিঠি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

সেই চিঠিতে হু*ম*কির বিষয়টি সরাসরি উল্লেখ না করলেও, সভাপতির নিরাপত্তা এবং দেশের বিভিন্ন স্থানে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন্দুকধারী নিয়োগের প্রয়োজনীয় দিক উল্লেখ করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের এক সভায় এ নিয়ে আসিফ বলেন, 'আমরা ততটুকুই হস্তক্ষেপ করব, যতটুকু আমাদের আওতাধীন। নির্বাচন যেন বিধিবদ্ধভাবে হয়, ঠিকভাবে হয়, সেটুকু নিশ্চিত করতে যা করা দরকার, আমরা করব। এর বাইরে বিসিবি নির্বাচনে আর কোনো ধরনের হস্তক্ষেপ করবে না সরকার।'

'ডিসিদের ফোন করে জোর করা হচ্ছে পছন্দের লোকদের কাউন্সিলর করার জন্য। ডিসিরা আমাকে ফোন দিয়ে জানাচ্ছেন যে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে। বুলবুল ভাইকে যেমন ফোন করে বলা হয়েছে, ‘আপনি সরে যান। আপনাকে আমরা সিইও (প্রধান নির্বাহী কর্মকর্তা) বানাব।’ এই ব্যাপারগুলো প্রতিহত করার জন্য সরকারী হস্তক্ষেপ দরকার হচ্ছে। এ ছাড়া আর কোনো হস্তক্ষেপ নেই।'

এদিকে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেটে চলছে ফিক্সিং বিতর্ক। শেষবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে ফিক্সিংয়ের মতো জঘন্য ঘটনা ঘটেছে অবলীলায়। এসব বাস্তবতায় কিছুটা আশাহত হয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা।

আসিফ আরো বলেন, 'খেলাধুলায় আসলে আন্তর্জাতিকভাবেই বিষয়গুলো হয়, ফিক্সিং থেকে শুরু করে বুকি বা এই ধরনের কাজ। এগুলো সমাধানে আমরা চেষ্টা করছি, বিসিবি চেষ্টা করছে। বাংলাদেশে কোনো ধরনের খেলায় এসব যেন না থাকে, সে বিষয়ে আমরা কাজ করছি। এখানে বুলবুল ভাই আছেন। উনাকে নির্দেশনা দেওয়া আছে। উনি বিষয়টি দেখছেন।'

'আমি দেখেছি যে, আমি যে খেলোয়াড়দেরকে বা যাদেরকে প্রিয় খেলোয়াড় মনে করতাম বা উদযাপন করতাম এক সময়, তারা এখানে অনেক ধরনের কাজের সঙ্গে জড়িত, যা আসলে লজ্জাজনক। এটা আমাকে সবচেয়ে বেশি ‘শক’ (হতাশ) করেছে এবং নতুন করে ভাবতে বাধ্য করেছে যে, আসলে কী…।'

আরো পড়ুন: আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া