৩৪২ রানে হারের পর সাউথ আফ্রিকার জরিমানা

আন্তর্জাতিক
৩৪২ রানে হারের পর সাউথ আফ্রিকার জরিমানা
ফাইল ছবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সিরিজ জিতলেও শেষ ম্যাচে ইংল্যান্ডের কাছে রেকর্ড ৩৪২ রানে হেরেছে সাউথ আফ্রিকা। এমন হারের পর মন্থর ওভার রেটের কারণে শাস্তিও পেতে হয়েছে তাদের। ধীরগতির বোলিংয়ের জন্য সফরকারী ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

সাউদাম্পটনে শেষ ওয়ানডেতে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করেছে সাউথ আফ্রিকা। আইসিসির আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, প্রতি এক ওভার কম করার জন্য ম্যাচ ফির পাঁচ শতাংশ করা হয়। সেই নিয়ম মেনে আফ্রিকান ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

তৃতীয় ওয়ানডেতে অনফিল্ড আম্পায়ার ছিলেন নীতিন মেনন ও রাসেল ওয়ারেন। তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে ছিলেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাইক বার্নস। তারা অভিযোগ আনলে পর্যালোচনা করে শাস্তি নিশ্চিত করেন ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ। অধিনায়ক বাভুমা দোষ স্বীকার করে নেয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

প্রথম দুই ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নিয়েছে সাউথ আফ্রিকা। তবে তৃতীয় ম্যাচে সুবিধা করতে পারেনি তারা। আগে ব্যাটিং করতে নেমে জ্যাকব বেথেল ও জো রুটের সেঞ্চুরির পাশাপাশি জেমি স্মিথ ও জস বাটলারের আক্রমণাত্বক ব্যাটিংয়ে ৪১৪ রানের পুঁজি পায় ইংল্যান্ড।

পাহাড়সম রান তাড়ায় শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সাউথ আফ্রিকার। পেসার জফরা আর্চারকে যেন খেলতেই পারছিলেন না তারা। ইংলিশ এই পেসার ৯ ওভারে ১৮ রান খরচায় নিয়েছেন ৪ উইকেট। এ ছাড়া আদিল রশিদ নিয়েছেন তিনটি উইকেট। ফলে মাত্র ৭২ রানে গুটিয়ে যায় প্রোটিয়ারা। ৩৪২ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়ায় ইংল্যান্ড।

আরো পড়ুন: সাউথ আফ্রিকা