তিন ফরম্যাটে এক অধিনায়কের পথে হাঁটছে ভারত

ছবি: গৌতম গম্ভীর, অজিত আগারকার এবং শুভমান গিল (বাম থেকে), ফাইল ফটো

এই তিনজনের মধ্যে রোহিত ও বিরাট টি-টোয়েন্টি থেকেও সরে দাঁড়িয়েছেন। বর্তমানে ওয়ানডেতে ভারতের নেতৃত্বে আছেন রোহিত, টেস্ট দল সামলাচ্ছেন শুভমান গিল এবং টি-টোয়েন্টি অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। তবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গম্ভীর চান ভারতের তিন ফরম্যাটেই একজন অধিনায়ক থাকুক।
‘অন্যরা বাদ দিলেও, আমি তো আছি’, বরুণকে বলেছিলেন গম্ভীর
৬ ঘন্টা আগে
প্রতিবেদন অনুসারে, রোহিত শর্মা দ্রুতই ওয়ানডে থেকেও অবসর নিতে পারেন। সম্ভাবনা রয়েছে যে আসন্ন অস্ট্রেলিয়া সিরিজের পরেই তিনি একদিনের ক্রিকেটকে বিদায় জানাবেন। তখন বিসিসিআইয়ের পক্ষ থেকে শুভমান গিলকে তিন ফরম্যাটেই নেতৃত্বের দায়িত্ব দেওয়া হতে পারে। এর ফলে সূর্যকুমার যাদব টি-টোয়েন্টি অধিনায়কত্ব হারাতে পারেন, যদিও আসন্ন এশিয়া কাপে তার ওপরেই আস্থা রাখছে দল পরিচালনা কমিটি।

টি-টোয়েন্টি দলে এখনো গিলের জায়গা পুরোপুরি নিশ্চিত নয়। তবে ভবিষ্যৎ অধিনায়ক হিসেবে বিবেচনায় থাকলে তাকে এশিয়া কাপের স্কোয়াডে রাখা হতে পারে। বোর্ডের এক কর্মকর্তার মতে, 'গম্ভীর একটি একক সংস্কৃতি তৈরি করতে চান, যেখানে তিন ফরম্যাটে একজন অধিনায়ক থাকবে।'
ভারতের বিশ্বকাপ দলে নেই শেফালি, ফিরলেন রেনুকা
৩০ মিনিট আগে
গম্ভীরের পরিকল্পনায় রয়েছে বিশেষায়িত টি-টোয়েন্টি দল গঠন। যেখানে কিছু খেলোয়াড় শুধুমাত্র এই ফরম্যাটেই খেলবে। আবার কয়েকজন থাকবে যারা তিন ফরম্যাটেই প্রতিনিধিত্ব করতে পারবে। তিনি স্পষ্ট করে দিয়েছেন, আলাদা করে কোনো ‘ফিনিশার’ রাখতে চান না, বরং খেলোয়াড়ের দক্ষতা অনুযায়ী তাদের ভূমিকা নির্ধারিত হবে।
বোর্ডের পক্ষ থেকেও গম্ভীরের এই পরিকল্পনাকে সমর্থন দেওয়া হচ্ছে বলে ধারণা করা হচ্ছে। এখন দেখার বিষয়, এই রদবদল কতটা বাস্তবায়িত হয় এবং তার প্রভাব কতটা পড়ে ভারতের ভবিষ্যৎ পারফরম্যান্সে।