তিন তারকাকে বাদ দিয়ে এশিয়া কাপ খেলবে ভারত

ভারত দল, ফাইল ফটো
৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হচ্ছে এশিয়া কাপ। প্রতিযোগিতা শুরুর আগে চূড়ান্ত দল ঘোষণা নিয়ে নানা দোটানায় আছে ভারত। জানা গেছে ১৯ আগস্ট মুম্বাইতে এশিয়া কাপের দল নির্বাচন করবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

promotional_ad

‘টাইমস অফ ইন্ডিয়া’-র প্রতিবেদন অনুযায়ী, মুম্বাইয়ে বিসিসিআই কার্যালয়ে বসবে বৈঠক। যেখানে থাকবেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। এ ছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব।


আরো পড়ুন

জানিনা সে আমাকে চিনতে পারবে কিনা, গিলের উদ্দেশ্যে সিমরানজিৎ

৯ সেপ্টেম্বর ২৫
শুভমান গিল ও সিমরানজিৎ সিং

আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রয়েছেন সূর্যকুমার। সেখান থেকে সরাসরি মুম্বাইয়ে যাবেন তিনি। জানা গেছে, এশিয়া কাপের স্কোয়াড তিন তারকা ক্রিকেটার জায়গা নাও পেতে পারেন।


promotional_ad

এদের মধ্যে আছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক শুভমান গিল, উইকেটরক্ষক লোকেশ রাহুল এবং ওপেনার ইয়াশভি জয়সাওয়াল। বোর্ডের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেন, '১৯ আগস্ট দল নির্বাচন হবে। তারপরে নির্বাচক প্রধান এক সাংবাদিক বৈঠক করবেন। সেখানে দল ঘোষণা করবেন তিনি।'


আরো পড়ুন

‘আইয়ার আর জয়সাওয়ালের প্রতি অন্যায় হয়েছে’

২০ আগস্ট ২৫
শ্রেয়াস আইয়ার ও ইয়াশভি জয়সাওয়াল, ফাইল ফটো

সূত্রের দাবি, শুভমানের জায়গা না পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। নির্বাচকেরা ওপেনার হিসেবে ভরসা রাখছেন সাঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার উপর। সেই সঙ্গে জয়সাওয়ালকে লাল বলের ক্রিকেটে মনোনিবেশ করতে বলা হয়েছে। লোকেশ রাহুলের ক্ষেত্রে চোট-সংশ্লিষ্ট বিষয় রয়েছে, যার কারণে পিছিয়ে গেছেন তিনি।


এদিকে অধিনায়কত্ব নিয়ে এর আগে কিছু জল্পনা তৈরি হলেও সেটা পরিষ্কার হয়ে গেছে। সূর্যকুমার যাদবই থাকছেন এশিয়া কাপে ভারতের অধিনায়ক। এশিয়া কাপে ভারতের প্রথম ম্যাচ ১০ তারিখ, প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত। ১৪ সেপ্টেম্বর মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball